সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : শত্রুঘ্ন সিন্হা, অগ্নিমিত্রা পালের পর এবার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার ! উত্তরপাড়া-কোতরং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ধরনের পোস্টার দেখা যায়।


অন্যদিকে, এদিনই নিজের বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন উত্তরপাড়ার বিধায়ক ( Kanchan Mallik ) । নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি তৃণমূল বিধায়কের। 


 শত্রুঘ্ন সিন্হার নামে  পোস্টার
কিছুদিন আগে আসানসোলে শত্রুঘ্ন সিন্হার নামে  পোস্টার ( ‘Missing’ Shatrughan Sinha poster ) পড়ে যায়।  বিহারীবাবু নামে পরিচিত তিনি , কিন্তু বিহারীদের সবচেয়ে বড় উত্সব ছটপুজোয় নিজের লোকসভা কেন্দ্রে নিখোঁজ কেন, এই নিয়ে প্রশ্ন তোলা হয় পোস্টারে।  ছট পুজোর আগে আসানসোলের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার পড়ে কুলটির বিভিন্ন এলাকায়। পোস্টারের নিচে লেখা ছিল 'বিহারী জনতা আসানসোল'।


পোস্টার ঘিরে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারির দাবি, ' এইসব পাগল লোকেদের কাজ। উনি তো মাসে মাসে আসানসোলে আসেন। ' 


তবে মিসিং পোস্টার পড়া রাজনীতিতে নতুন কিছু নয় ! গত বছরের শেষাশেষি  হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে পড়ে নিখোঁজ পোস্টার। পাণ্ডুয়ার বিভিন্ন জায়গা পোস্টার লাগানো হয়। বিজেপি এর পিছনে তৃণমূলের হাত দেখলেও, রাজ্যের শাসকদলের দাবি ছিল জনগনই সাংসদকে দেখতে না পেয়ে পোস্টার লাগিয়েছে। 

আবার তার কিছুদিন আগের কথা। বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে। পোস্টার পড়ে 'ভোটের পর থেকে নিখোঁজ বাবুল সুপ্রিয়' ।  পোস্টার পড়ে জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। যা নিয়ে তুঙ্গে ওঠে তৃণমূল-বিজেপির তরজা। এরপর অবশ্য গঙ্গার জল গড়িয়েছে বহুদূর। বিজেপির বাবুল এখন তৃণমূল বিধায়ক ! 


আজকের শিরোনাম


১। জামিনের আবেদন খারিজ, ১১ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে কেষ্টকে। অনুব্রত যাতে রাজনৈতিক সন্ন্যাস নেন, তাই জেলে রাখতে চাপ দিচ্ছে সিবিআই, অভিযোগ আইনজীবীর। 


২। গরুপাচারকাণ্ডে আদালতের প্রশ্নের মুখে সিবিআই। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সম্ভাব্য সময় বলুন। সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের। দ্রুত শেষ করার চেষ্টা করছি, উত্তর সিবিআইয়ের।


৩। মূলধনের থেকে বার্ষিক টার্নওভার কয়েক গুণ বেশি। গরুপাচার মামলায় ধৃত এনামুল হকের তিন ভাগ্নের ৫টি সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবার সিআইডি-র নজরে। 


৪। মানিকের দুর্নীতি সম্পর্কে সব জেনেও চোখ বন্ধ করে বসেছিলেন পার্থ। প্রতারণার হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ব্যবস্থাই নেননি তত্কালীন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে দাবি ইডি-র। 


৫। নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমা, জখম ৫ বালক। পিছনে ভেড়ি ও এলাকা দখল ঘিরে তৃণমূলের সংঘাত, অভিযোগ শাসক দলের একাংশের। ধৃতের সংখ্যা বেড়ে ৭।


৬। নৈহাটি-বর্ধমানের পর এবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুর। ধানজমিতে ছেঁড়া হাইটেনশনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত বাবা-ছেলে। অভিযোগ পেয়েই বন্ধ করা হয় বিদ্যুত্‍ সংযোগ, দাবি বিদ্যুত্‍ দফতরের।


৭। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত উত্পল নস্কর ছিলেন কলকাতা পুলিশের ASI। বৃহস্পতিবার থেকে CMRI হাসপাতালে ভর্তি ছিলেন পঞ্চাশোর্ধ পুলিশ কর্মী। 


৮। কলকাতা পুলিশের কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন লালবাজার। থানায় থানায় পৌঁছল সিপি-র বার্তা। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা পুরসভার কমিশনারের সঙ্গে আলোচনা সিপি-র।