সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। আর এরই মধ্যে মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জন্য আশীর্বাদ চাইলেন মদন মিত্র (Madan Mitra)। ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর জয়ের ব্যাপারে নিশ্চিত কামারহাটির বিধায়ক। ভবানীপুরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মন্দিরে পুজো দেওয়ার সময় গান করেন মদন মিত্র।


এদিন ছড়া কেটে মদন বলেন, “ভবানীপুর থেকে কামারহাটি, লক্ষ এবার সবার দেশের মাটি, মমতার হাত ধরে সামনে হাঁটি, দিল্লি হবে এবার বাংলার ঘাঁটি। এ খেলা ভবানীপুরের খেলা নয় তাই নরেন্দ্র মোদি আর অমিত শাহ স্টার ক্যাম্পেনার থেকে নাম সরিয়ে নিয়েছে।’’ উল্লেখ্য, গতকাল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন “নন্দীগ্রামে যদি হতে পারে তাহলে ভবানীপুরে কেন নয়?’’এই নিয়ে মদন মিত্র বলেন, দিলীপ ঘোষ যদি বলতে পারেন তাহলে এটাও বলতে পারেন শহিদ মিনার থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করাও সম্ভব।


আরও পড়ুন: Arambag: মোবাইল গেমে প্রবল আসক্তিতে বিপর্যয়, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের


অন্যদিকে, মাহেশ জগন্নাথ মন্দিরে ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তিনি মাহেশ মন্দিরে আসেন। তিনি বলেন, “দিদির নামে পুজো দিতেই এখানে আসা। দিদিকে অনেক ভোটে জিততে হবে। দিলীপ ঘোষ কী বলছেন তা আমরা জানি না।  আমরা জানি ঘরের মেয়েকেই ভবানীপুর চাই। জগন্নাথ দেবের কাছে আমি চেয়েছি দিদি যেন ভালো থাকে।’’ পাশাপাশি গতকাল, নলহাটেশ্বরীতে মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী  মমতা বন্দোপাধ্যায়ের জয় চেয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যাধ্যায়। এদিন সকালে নলহাটেশ্বরী মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় নাম গোত্র ধরে পুজো দেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যাধ্যায়। সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে যান তিনি।