সোমনাথ মিত্র, তারকেশ্বর : মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের জন্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। শিবের মাথায় জল ঢালতে সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়।


এতদিন তারকেশ্বর মন্দির খোলা থাকলেও করোনা আবহে গর্ভগৃহে ঢোকায় নিষেধ ছিল। আজ থেকে সেই নিষেধাজ্ঞা উঠল। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দের মালা নিয়ে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। নিরাপত্তার জন্য তারকেশ্বর থানার তরফে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুধপুকুরে রাখা হয়েছে স্পিড বোট। 


করোনা অতিমারী কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিশ্ব। ধর্মীয় স্থান থেকে শিক্ষা প্রতিষ্টান সবই খুলেছে একের পর এক। তারকেশ্বর মন্দির বেশ কয়েক মাস আগে খুললেও এতদিন গর্ভগৃহে প্রবেশাধিকার ছিল না ভক্তদের। গর্ভগৃহের বাইরে রাখা নির্দিষ্ট স্থানেই জল ঢালতে হত ভক্তদের। পুজো অর্চনার যাবতীয় কাজ হয় গর্ভগৃহের বাইরে মন্দির চত্বরে। কিন্তু  শিবরাত্রির দিন থেকে সেই বিধি নিষেধ তুলে নেওয়া হল।  সকাল ৬টায় মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই গর্ভগৃহে অবাধ  প্রবেশাধিকার দেওয়া হয় ভক্তদের।

মঙ্গলবার সকাল থেকেই  শিবরাত্রীর উপলক্ষ‍ে গর্ভগৃহে ঢুকে জল ঢালতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা। গর্ভগৃহে ঢুকে পুজো অর্চনা করে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে খুশি ভক্তরা। এই বিশেষ দিনে গত বছর তারকেশ্বর মন্দির খোলা থাকলেও গর্ভগৃহ বন্ধ ছিল । তাই শিবরাত্রির তিথিতে সরাসরি গর্ভগৃহে প্রবেশ করতে সকাল থেকেই ভিড় উপচে পড়েছে মন্দিরে ।


নিরাপত্তা জন‍্য তারকেশ্বর থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দমকল ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে মন্দির সংলগ্ন এলাকাতে। দুধপুকুরে স্পিড বোট রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

আরও দেখুন :


মানস ভ্রমণ : শিবরাত্রির পুণ্যলগ্নে শৈবতীর্থে এবিপি আনন্দ