শ্রীরামপুর: পুরনির্বাচনে (WB Municipal Election 2022) ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল (TMC)। একটি ভিডিও দেখিয়ে অভিযোগ করলেন, হুগলির (Hooghly) শ্রীরামপুর পুরসভার (Serampore Municipality) ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম (CPIM) প্রার্থী ভারতী সেন। ভিডিও দেখিয়ে তাঁর দাবি, ভিডিওটি তোলা হয়েছে ১৩৪ নম্বর বুথে। যদিও হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ও জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) স্নেহাশিস চক্রবর্তীর দাবি, এই ভিডিওর কোনও সত্যতা নেই। তৃণমূলের বদনাম করার জন্য সিপিএম নিজে এই কাজ করেছে। 


এদিন একটি ভিডিও দেখিয়ে ভারতী সেন বলেন, "প্রশাসনের সামনে ছাপ্পা ভোট দিচ্ছে একদল যুবক। অথচ এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা দেওয়া হয়নি।'' পাল্টা স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এই ভিডিওর কোনও সত্যতা নেই। বিজেপি এবং সিপিএম একসঙ্গে প্ররোচনা দিয়েছে। তৃণমূল শান্তিপূর্ণভাবে ভোট করেছে।''


গণতন্ত্রের উৎসবে (West Bengal Municipal Election 2022) এবারও কান্নার ছবিটা বদলাল না। কালনা, রাজপুর-সোনারপুর থেকে নিউ ব্যারাকপুর, দিকে দিকে ঝরল চোখের জল। তৃণমূল থেকে বিজেপি, সিপিএম থেকে কংগ্রেস। কান্নায় ভেঙে পড়লেন প্রার্থী ও রাজনৈতিক দলের বুথ এজেন্টরা।


ভোট আসে, ভোট যায়। শুধু দল বা জায়গা পাল্টে যায়। একই থাকে, চোখের জল পড়ার ছবিটা। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়া ও মারধরের অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন প্রথমবার ভোট দিতে যাওয়া এক তরুণের মা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগে, রাজপুর-সোনারপুর কান্নায় ভেঙে পড়েন সিপিএম প্রার্থীর পোলিং এজেন্ট। ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএমের পোলিং এজেন্টের অভিযোগ, “চোখের মধ্যে বুট দিয়ে লাথি মেরেছে। বাড়িতে বয়স্ক মা-বাবা আছে, বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। দেওয়ালে মাথা ঠুকে দিয়েছে। নিউ ব্যারাকপুর ১০ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে। প্রার্থী ঋতুপর্ণা বিশ্বাস বলেন,” আমি সকাল থেকে খুব শান্ত ভাবে ছিলাম, আমি এই পাড়ার মেয়ে, আমি এক জন স্কুল টিচার, এভাবে মারধর আমার প্রাপ্য নয়।’’


আরও পড়ুন: West Bengal Bangla Bandh: হুগলি স্টেশনে রেল অবরোধ বিজেপি সমর্থকদের