সোমনাথ মিত্র, হুগলি: গৃহস্থের বাড়িতে ঢুকে, ছুরি (knife) দেখিয়ে, মারধর করে দিন-দুপুরে লুঠপাট (loot) চালাল দুষ্কৃতীরা। সিঙ্গুরের (singur) বেড়াবেড়ির ঘটনা। অভিযোগ, শাড়ি (saree) কেনার নাম করে ঢুকেছিল দুষ্কৃতীরা (miscreants)। একদিকে যখন বেড়াবেড়ির এই ঘটনায় তুমুল চাঞ্চল্য, তখনই অন্য দিকে আর এক গৃহস্থের বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে আড়াই ভরি সোনার হার ছিড়ে নিয়ে পালানোর অভিযোগে হইচই চড়াল জাঙ্গিপাড়ায়। দুটি ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ।


কী ঘটেছিল?
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সিঙ্গুরের বেড়াবেড়ির মালপাড়ার বাসিন্দা, শকুন্তলা মণ্ডল ও সুমন্ত মণ্ডল শাড়ির ব্যবসা করেন। আজ দুপুরে তাঁদের কাছ থেকে শাড়ি কেনার অছিলায় তিন দুষ্কৃতী বাড়িতে ঢোকে। অভিযোগ, গৃহবধূ শকুন্তলা যখন শাড়ি বের করতে যান তখনই তাঁর গলায় ছুরি ধরে এক দুষ্কৃতী। বাকি দুই দুষ্কৃতী বাড়ির বিভিন্ন জায়গায় লুঠপাট চালায়। নগদ প্রায় ৪ হাজার টাকা ও গৃহবধূর গায়ের গহনা লুঠের পর আরও টাকার দাবিতে শকুন্তলাকে মারধর করা হয় বলে অভিযোগ। কিন্তু আর কিছু না থাকায় ঘটনাস্থল ছাড়ে তারা, এমনটাই দাবি গৃহবধূর। ঘটনার সময় শকুন্তলার ছেলে ও মেয়ে ভয়ে পাশের ঘরে লুকিয়ে পড়েছিল। ঘটনার পরেই সিঙ্গুর থানার পুলিশ মণ্ডল বাড়িতে পৌছেছে। শুরু হয়েছে তদন্তও।


জাঙ্গিপাড়ায় হামলা...
একই দিনে জাঙ্গিপাড়া থানা থেকে কিছুটা দূরে এক গৃহস্থের বাড়িতে ঢুকে বন্দুক ঠেকিয়ে গৃহকর্ত্রীর গলার হার ছিঁড়ে নিয়ে পালায় এক দুষ্কৃতী।বয়স্কা গৃহকর্ত্রীর নাম তনুশ্রী রানা। আজ সকালে বাড়িতে একাই ছিলেন তিনি। স্বামী দিলীপ কুমার রানা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। বর্তমানে একটি ওষুধের দোকান চালান তিনি। সকালে বাড়িতে ছিলেন না তিনি। বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢোকে ওই দুষ্কৃতী, অভিযোগ এমনই। আর তার পর মাথায় বন্ধুক ঠেকিয়ে হার ছিনতাই করে চম্পট দেয়। ঘটনার পর থানায় লিখিত অভিযোগে দায়ের করেছেন প্রবীণ দম্পতি। তনুশ্রী রানা জানান, ছিনতাই যাওয়ার হারটির ওজন ছিল প্রায় আড়াই ভরি। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। একই দিনে দু-দুটি ঘটনায় প্রশ্নে সার্বিক নিরাপত্তা।


আরও পড়ুন:'কোহলির প্রতিভা রাতারাতি ফুরিয়ে যেতে পারে না,' বিশ্বকাপে ভারতের গেমচেঞ্জার বেছে নিলেন সৌরভ