সৌরভ বন্দ্যোপাধ্যায়, পোলবা : এবার পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠল পোলবার (Polba) পাউনানে। অভিযোগের তির উঠছে শরিকি বিবাদের দিকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পোলবা থানার পুলিশ। অভিযুক্তদের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন অভিজিৎ নিয়োগী নামে এক ব্যক্তি।


জানা যাচ্ছে, হুগলীর (Hooghly) পোলবায় ঘটনাটি ঘটেছে। পোলবার পাউনান গ্রামের বাসিন্দা অভিজিৎ নিয়োগী। তিনি নিজেদেরই শরিরি পুকুর চার মাস আগে লিজ নেন। স্থানীয় সূত্রে খবর, সেই পুকুরে পাঁচ টন মাছও ছাড়েন অভিজিৎ বাবু। লিজ নেওয়ার পর থেকেই পুকুরের অন্যান্য শরিকদের সঙ্গে তাঁর বিবাদ লেগেই ছিল। বিবাদের মূল কারণ হিসেবে জানা যাচ্ছে, টিকিট কেটে মাছ ধরতে দেবেন বলে জানিয়েছিলেন অভিজিৎ নিয়োগী। আর তা নিয়েই বচসা বাধে শরিকদের সঙ্গে। গত দুদিন আগেও শরিকদের সঙ্গে এই টিকিট কেটে মাছ ধরতে দেওয়া নিয়ে বচসা বাধে তাঁর। এরপরই আজ সকালে দেখা যায় পুকুরে বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ ছটফট করতে করতে মারা যাচ্ছে। ততক্ষণে কিছু মাছ ভেসেও উঠেছে। সঙ্গে সঙ্গে কিছু মাছ জাল দিয়ে তুলে ফেলা হয়। কিন্তু ততক্ষণে বহু মাছ মারা গিয়েছে।


ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে আসে পোলবা থানার পুলিশ। অভিজিৎ নিয়োগী অভিযোগ জানাচ্ছেন যে, মঙ্গলবার থেকেই পুকুরে মাছ ধরার পাশ দেওয়ার কথা ছিল (টিকিট কেটে মাছ ধরা)। তারমধ্যে মাত্র দুদিন আগেই শরিকদের সঙ্গে তাঁর বিবাদ বেধেছিল পুকুরে পাশ দেওয়াকে কেন্দ্র করেই। শরিকরা বাধও সাধেন। কিন্তু ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেননি যে এমন ঘটনা ঘটতে পারে বলে। শনিবার ভোরেই কেউ পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে। অভিজিৎ নিয়োগী সরাসরি অভিযোগ জানাচ্ছে যে, শরিকরাই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে বলে। শুধু তাই নয়, পুলিশের কাছে তিনি দশ লক্ষ টাকার মাছ মেরে ফেলার জন্য অভিযুক্তদের শাস্তিরও দাবি জানিয়েছেন। ব্যক্তিগত আক্রোশ নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।