সোমনাথ মিত্র, হুগলি: হুগলির শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লক। আজ ও কাল হাওড়া-তারকেশ্বর শাখায় বহু লোকাল বাতিল করা হয়েছে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-তারকেশ্বর শাখায় শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে আরসিসি বক্স লাগানোর জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে।
শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লক: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ রাত সাড়ে ১০টা থেকে আগামীকাল বেলা ১২টা ৫৫ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। সেইসঙ্গে শেওড়াফুলি থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্তও পাওয়ার ব্লক করা হবে। তার জেরে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট আপ এবং গোঘাট, তারকেশ্বর, আরামবাগ থেকে হাওড়া ডাউন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তবে যাত্রী দুর্ভোগ কমাতে আগামীকাল সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
মে মাসেই একাধিকবার বিভিন্ন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। চলতি সপ্তাহে সোমবার নৈহাটি স্টেশনে সিগনালে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সপ্তাহের প্রথম কাজের দিনে শিয়ালদা মেইন শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। শিয়ালদা-নৈহাটি ও নৈহাটি-ব্যান্ডেল শাখায় দেরিতে চলছে একাধিক লোকাল। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, সকাল ৬টা নাগাদ নৈহাটি স্টেশনে সিগনাল ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ৮টা ৫০-এ আংশিক মেরামতি হলেও, ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। এর জেরে ৭টি দূরপাল্লার ট্রেন ও ২০টি লোকাল দেরিতে চলছে।
তার আগে বর্ধমানের শক্তিগড় স্টেশনে লোকাল ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী একাধিক দূরপাল্লার ট্রেন। ট্রেন দুর্ঘটনার জেরে আপ-ডাউন মিলিয়ে ৯টি ট্রেন বাতিল করা হয়। হাওড়া ও শিয়ালদা, দুটি শাখাতেই বাতিল করা হয় ট্রেন। একইদিনে হুগলির আরামবাগ-তারকেশ্বর শাখাতে ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর, সকাল ৭টা ২৫-এ তোকিপুর স্টেশন ও তালপুরের মাঝামাঝি বিদ্যুতের তার ঝুলে যায়। এর জেরে সকাল ৭টা ৪০ থেকে আরামবাগ-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ। মেরামতির পর, পৌনে ১০টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। ২ ঘণ্টারও বেশি ট্রেন বন্ধ থাকায়, সমস্যায় পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই