কলকাতা: গ্রীষ্মকাল (Summer) মানেই ঘাম ও অস্বস্তির সঙ্গে তুমুল লড়াই। শরীর সুস্থ রাখতে এই সময়টা বিশেষ করে জল ও জলীয় পদার্থ সেবন করতে জোর দেন ডাক্তাররা। কিন্তু সূর্যের (Sunlight)  প্রখর আলো দেহের যে অংশে সরাসরি এসে লাগে, সেই ত্বকের (Skin) নিরাপত্তার দিকে কতটা নজর দিই আমরা? উত্তরটা যদি সদর্থক না হয়, তা হলে চিন্তার। কারণ, কোনও ধরনের 'সুরক্ষাবর্ম' ছাড়া বার বার সূর্যের আলোয় যাওয়া বড়সড় বিপদের কারণ হতে পারে।বাঁচতে সানস্ক্রিনের (Sun Screen) ব্যবহার অত্যাবশ্যক, মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞই।


কেন জরুরি?
সান স্ক্রিন না মেখে গরমে সরাসরি সূর্যের আলোর সামনে বার বার গেলে ত্বকের এলাস্টিন, কোলাজেন ও কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফল? একাংশের রং হারিয়ে যাওয়া, বলিরেখার মতো অকালবার্ধক্যের উপসর্গ চলে আসার আশঙ্কা থেকে যায়। সহজ কথায় যাকে বলে ফটোএজিং। ২০ ও ৩০-র কোঠায় যাঁদের বয়স, তাঁদের ক্ষেত্রেই এই সমস্যা বেশি দেখা যায়। এতেই শেষ নয়। সান স্ক্রিন ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য় করে। ফলে স্কিন ক্যানসারের আশঙ্কা কমে। এই অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের উপরিঅংশে (epidermis) লালচে ফোলাভাব আসতে পারে। আগে থেকে কারও এগজিমা থেকে থাকলে সান স্ক্রিন ছাড়া সূর্যের আলোয় যাওয়া তা মারাত্মক বাড়াতে পারে। এক কথায়, ত্বকের যে কোনও প্রদাহ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া স্কিন ট্যানিং রুখতেও  সান স্ক্রিনের বিকল্প নেই বললেই চলে। সব মিলিয়ে এটি ছাড়া ঘরের বাইরে এক পা-ও নয়, পরামর্শ বিশেষজ্ঞদের। 
পাশাপাশি, এখন ঘরের মধ্যেও সান স্ক্রিন ব্যবহারে জোর দেন অনেকে। এটি হয়তো অনেকেরই নজর এড়িয়ে গিয়ে থাকতে পারে। কিন্তু বাড়িতে কেন সান স্ক্রিন ব্যবহার করা দরকার? আসলে লেখাপড়া থেকে কাজের জগৎ, মোবাইল বা ল্যাপটপের ব্যবহার এখন প্রায় সর্বত্র। কিন্তু এই গ্যাজেট থেকে যে নীল আলো বেরোয় তা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। কিছু নির্দিষ্ট সান স্ক্রিন রয়েছে যা এই ব্লু লাইট থেকে ত্বককে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কাজেই ঘর হোক বা বাইরে কোথাও, সান স্ক্রিন ব্যবহার জরুরি। সবচেয়ে বড় কথা, বাড়িতে সাধারণত যে জানলা থাকে তা অতিবেগুনি রশ্মি আটকাতে সক্ষম নয়। 


সতর্কতা...
তবে ব্যক্তিভেদে ত্বকের গঠন, বৈশিষ্ট্য আলাদা। তাই কার জন্য কোন সান স্ক্রিন কার্যকরী, সেটি কোনও বিশেষজ্ঞই সবথেকে ভাল বলতে পারেন। আরও একটি বিষয় খেয়াল রাখা দরকার। যদি সান স্ক্রিন ব্যবহার করার পর ত্বকে কোনও দাগ বা অস্বস্তি দেখা দেয়, তা হলে সময় নষ্ট না করে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া দরকার। 


আরও পড়ুন:শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?