হুগলি: রাজ্যজুড়েই শিক্ষক (Teachers) নিয়োগ নিয়ে জোর তরজা চলছে। এই আবহে সিঙ্গুরের (Singur) বিধায়ক বেচারাম মান্নার (Becharam Manna) বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ করেছিলেন হুগলির (Hooghly) বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সেই প্রসঙ্গেই এবার কড়া হুঁশিয়ারির সুর শোনা গেল সিঙ্গুরের বিধায়কের গলায়।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সাফ জানিয়ে দেন, ক্ষমা না চাইলে ২ কোটি টাকার মানহানি মামলা করবেন। তবে কেবল বলেই ক্ষান্ত হননি মন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আইনি চিঠিও পাঠালেন মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুরের বিধায়ক ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার অভিযোগ, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন হুগলির বিজেপি সাংসদ।
চিঠিতে কী বলেছেন তিনি?
আইনি চিঠিতে মন্ত্রীর অভিযোগ, গত ১০ জুন কামারকুণ্ডুর দলীয় সভায় লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুরের বিধায়কের বিরুদ্ধে চাকরি-দুর্নীতির অভিযোগ তোলেন। এর ফলে বেচারাম মান্নার সামাজিক সম্মানহানি হয়েছে। তবে চিঠি প্রসঙ্গে বেচারাম মান্না বা লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুন, মেয়ের বিয়ের সময় একান্ন হাজার টাকা, কারা পাবেন, কীভাবে
প্রসঙ্গত, সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় যেখানে টেট সংক্রান্ত বিষয়ে বেচারামের নাম উঠে আসায় জোর শোরগোল হয়। যদিও ওই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেই সময় বিজেপি সাংসদ লকেট বলেছিলেন যে অনেক তথ্য প্রমাণ আছে তাঁর কাছে। মন্ত্রী টাকা নিয়ে চাকরি দিয়েছেন। সিবিআই তদন্তে মুখোশ খুলে যাবে। এই নিয়ে বিতর্ক শুরু হতেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম এবার লকেটের বিরুদ্ধে মানহানির মামলা করার চিঠি দিয়েছেন।