সোমনাথ মিত্র, হুগলি: প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে মিষ্টি ব্যবসায়ীর সঙ্গে বচসায় জড়ালেন হুগলির (Hooghly) উত্তরপাড়া (Uttarpara)-কোতরং (Kotrong) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর অজয় সিং। ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে মারধর ও অশালীন আচরণের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়ল হাতাহাতির ছবি। যদিও মিষ্টি ব্যবসায়ীর দাবি, ক্যারিব্যাগ ইস্যু নয়, পুরভোটের সময় তাঁর দোকানে বিজেপির ব্যানার লাগানো হয়।
সেই আক্রোশ থেকেই হামলা বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী। মারধরের কথা অস্বীকার করে ব্যবসায়ীর বিরুদ্ধে গালিগালাজের পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল (tmc) কাউন্সিলর। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া-কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব।
দোকানের ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে মালিককে। এরপর ব্য়বসায়ীর কলার চেপে ধরে এলোপাথাড়ি ঘুষি মারছে বেশ কয়েকজন। পিছনেই দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। কাউন্সিলরের সামনেই ব্য়াপক ধাক্কাধাক্কি, মার!
একটু পরে দেখা যাচ্ছে, ব্য়বসায়ীকে আঙুল উঁচিয়ে কিছু বলছেন তৃণমূল কাউন্সিলর। হুগলির হিন্দমোটরে, মিষ্টির দোকানে ঢুকে, মালিককে হুমকি, মারধরের অভিযোগ উঠল উত্তরপাড়া-কোতরং পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় সিংহ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
মারধরে মাথা ফেটেছে দোকানদারের। গোটা ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্য়ামেরায়। শুধু ব্য়বসায়ী-ই নন, তাঁর স্ত্রী ও দোকানের কর্মচারীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। কিন্তু কী কারণে হামলা?আক্রান্ত দোকান মালিকের দাবি, অন্য়ান্য় দোকানে প্লাস্টিকের ক্য়ারিব্য়াগ চালু থাকলেও, তাঁর দোকানে কেন ব্য়বহার হচ্ছে, এই প্রশ্ন তুলে হামলা চালান তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা।
ব্য়বসায়ীর দাবি, এই অজুহাতে দোকানে এলেও, হামলার আসল কারণ অন্য়। পুরভোটের সময়, মিষ্টির দোকানের ওপর একটি বিজেপির হোর্ডিং লাগানো ছিল।
সেই রোষেই হামলা বলে দাবি দোকান মালিকের।
আক্রান্ত ব্য়বসায়ী বলছেন, আমাদের দোকানের ওপরে ব্য়ানার টাঙানো হয়। তা নিয়ে ক্ষোভ। সেই ইস্য়ুতে প্লাস্টিক বন্ধ নিয়ে... পার্টির লোকে বাড়িয়ে এসে, মারতে লাগে। পুর গ্য়াঙ। মোটামুটি ২৫ জন। প্লাস্টিক ইসু সামান্য়। বিজেপি বলেই ক্ষোভ।
যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কাউন্সিলর। উত্তরপাড়া-কোতরং পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় সিংহের কথায়, মারধরের কথা অস্বীকার করে ব্যবসায়ীর বিরুদ্ধে গালিগালাজের পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর। সোমবার পুরসভার লোকজন দেখে দোকানে প্লাস্টিক ব্য়বহার দেখতে যায়। তাঁদের মারে। গায়ে হাত দেয়। বুকে মারে। মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার। বিজেপরির হোর্ডিং অস্বীকার।
বিজেপির হোর্ডিং লাগানোয় হামলা? ঘটনায় মিষ্টির দোকানের মালিক ও তৃণমূল কাউন্সিলর, দুজনেই একে অপরের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।