ডানকুনি : লোকসভা ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। এবার ডানকুনির সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। "পশ্চিমবঙ্গ থেকে বিজেপির এমপিরা শেষবারের মতো সংসদে যাবেন", বলে হুঁশিয়ারি দিলেন তিনি।
এদিন ডানকুনির সভায় কল্যাণ বলেন, "৩১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদে অধিবেশন আছে। বিজেপির এমপিরা শেষবারের মতো যাবেন পশ্চিমবঙ্গ থেকে। এরপর আর যেতে পারবেন না। সব বড় বড় মাতব্বর হয়েছে। এক একটা খুনি-ডাকাত। এক একজন তো নির্বাচনেই জেতে না। কেউ কেউ আবার বলছেন, ওরা কোর্টে যাক। আমরা তোমাদের মতো কোর্টে যাই না। আমরা থাকি ভোটে। ক্ষমতা থাকে তো ভোটে এস, কোর্টে কেন এত ? তোমরা সারাবছর সিবিআই-ইডি আর কোর্ট নিয়ে আছ। মানুষের পাশে কখনো তোমাদের দেখতে পাওয়া যায় না। তাই, আগামী নির্বাচনে এদের যোগ্য উত্তর দিতে হবে। যতই চেষ্টা করো না কেন, যা-ই চেষ্টা করো না কেন... বাংলার মানুষের অন্তরের মধ্যে যার নাম লেখা রয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নাম কেউ মুছতে পারবে না।"
এ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "সামনে ২০২৪-এ যে লোকসভা, এটা তাঁর জীবনের শেষ অধিবেশন তা অবচেতন মনে তাঁকে তাড়া করে বেরাচ্ছে। সেটাই আজকে বক্তৃতার মধ্যে দিয়ে উনি মানুষের সামনে বলেছেন যে, বিজেপি সাংসদদের এটাই শেষ সংসদ যাত্রা। ঠিকই বলেছেন। আসলে ওঁর মনের মধ্যে ওটা আছে। ওঁর দল ওঁকে প্রার্থী করবে কি না আমাদের জানা নেই। কারণ, ওঁর বক্তব্যের কোনও গ্রহণযোগ্যতা ওঁর দলের মধ্যেই নেই। উনি এরকম বলেন। আর কোর্টের কথা বলছেন ? একবার ট্র্যাক রেকর্ডটা জানান মানুষের কাছে। উনি, পশ্চিমবঙ্গ সরকারের কত কোটি টাকা খরচ করিয়েছেন। আর ক'টা মামলায় জিতেছেন ? ধারাবাহিকতা বজায় রেখে উনি প্রত্যেক মামলায় পরাজিত হন। ওঁর করা আবেদনে সরকার তিরস্কৃত হয়। উনি অত্যন্ত প্রতিষ্ঠিত আইনজীবী। আইনের উপর নিসন্দেহে ওঁর দক্ষতা আছে। উনি জানেন যে মামলায় জেতা যায় না। তাও উনি যান। মানুষের দেওয়া করের টাকা খরচ হয়। উনি আদালতে সওয়াল করেন। তারপর ধারবাহিকতা বজায় রেখে আবার বাড়ি ফিরে আসেন।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে