Hooghly Weather Update: আজ ২৩ সেপ্টেম্বর, ২০২২, শুক্রবার হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে দেখে নিন। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা হতে পারে প্রায় ৮৩ শতাংশ যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। হাওয়ার গতিবেগ দিনের বেলায় থাকতে পারে ঘণ্টায় ২৮ কিলোমিটার। আর রাতের দিকে থাকতে পারে ঘণ্টায় ১১ কিলোমিটার। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার বিভিন্ন অংশে। রাতের দিকেও আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরম এখনই কমবে না। ভ্যাপসা গুমোট গরমে হাঁসফাঁস করবেন হুগলির বাসিন্দারা। সাময়িক ভাবে স্বস্তি পেতে পারেন হুগলির বাসিন্দারা। 


গত রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তার প্রভাবে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হয়েছিল। গতকাল অর্থাৎ বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছিল নিম্নচাপ। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তবে আপাতত আবহাওয়ার উন্নতি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরও আভাস দিয়েছিল যে আবহাওয়ার উন্নতি হবে। পুজোর আগে ফের নিম্নচাপ তৈরি হবে কিনা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। যদিও পুজোর মুখে ইতিমধ্যেই বেশ কয়েকবার নিম্নচাপের ভ্রুকুটি দেখা গিয়েছে দক্ষিবণবঙ্গে।


সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হবে সকাল ৫টা ২৫ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ৩২ মিনিটে।


হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 


আরও পড়ূন- দুই বেলা মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমার লক্ষণ নেই