সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়
: বধূর রহস্যজনক মৃত্যু (Hooghly Woman Mysterious Death) ঘিরে আলোড়ন হুগলির বলাগড়ের সোমড়ায়। বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বধূকে, এমন অভিযোগে বধূর স্বামী, শ্বশুর এবং শ্বাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ডালিয়া ঘোষ। প্রাথমিক তদন্তে উঠে আসে, পণের জন্য শারীরিক এবং মানসিক অত্যাচার চলত ওই বধূর উপর।


আর যা...
পুলিশ সূত্রে খবর, হুগলির বলাগড়ের সোমড়া গ্রাম পঞ্চায়েতের মশড়া গ্রামের ডালিয়া ঘোষের সঙ্গে মাসনয়েক আগে পোলবার আমনান গ্রামের সৌমেন ঘোষের বিয়ে হয়েছিল। ডালিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য বধূর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। গত কাল, বুধবার, ডালিয়ার মা, পদ্মা ঘোষ খবর পান, তাঁর মেয়ে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ছুটে যেতেই জানতে পারেন, মেয়ের মৃত্যু হয়েছে।  পদ্মার আরও দাবি, মেয়েকে বিষ খাইয়ে মারা হয়েছে বলেও জেনেছেন তিনি। এর পরই, তাঁর অভিযোগের ভিত্তিতে ডালিয়ার স্বামী সৌমেন, শ্বশুর দেবনারায়ণ ও শ্বাশুড়ি মাধবী ঘোষকে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার, ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।


অত্যাচারের আরও অভিযোগ...
একই দিনে মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায় থেকে অন্য একটি নির্মম অভিযোগ রুজু হয়েছে। শোনা যাচ্ছে, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে ধারাল অভিযোগ দিয়ে কুপিয়ে খুন করে স্বামী। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে শোনা যায়, গত কাল, স্বামীর সঙ্গে বাপের বাড়িতে এসেছিলেন ২৬ বছরের আঙ্গুরা বিবি। অভিযোগ, সেখানেই স্ত্রীকে কুপিয়ে ফোন করেন স্বামী আশরাফুল হক। বিষয়টি জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। তদন্তও শুরু হয়েছে। পুখুরিয়া থানার পরানপুরের বাসিন্দা আঙ্গুরা বিবির সঙ্গে সাত বছর আগে বিয়ে হয়েছিল আশরাফুলের। ওই থানা এলাকারই কদমতলী এলাকার বাসিন্দা আশরাফুল হক। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর বিবাহ বহির্ভূত  সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ লাগে। সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে। গত কাল স্বামী ও দুই সন্তানকে সাথে নিয়ে বাপের বাড়িতে আসেন আঙ্গুরা। রাতে খাওয়া দাওয়ার পর ছ'মাসের মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ঘুমোতে যান তিনি। এরপর ভোররাতে বাড়ির গেটের সামনে থেকেই যুবতীর রক্তাক্ত দেহ মেলে।


আরও পড়ুন:অন্যায় ভাবে জরিমানা ও পণ্য আটকে রাখার অভিযোগে ব্যান্ডেল আরপিএফ অফিসে ক্ষোভ হকারদের