কলকাতা: পুজোর আগে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গির প্রকোপ (Dengue Situation)। তার কবলে পড়ে এ বার জোড়া মৃত্যুর ঘটনা সামনে এল (Dengue Deaths)। জয়নগরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। সল্টেলেকের বৈশাখীতে ৫ বছরের এক শিশুও মারা গিয়েছে। তারও ডেঙ্গি হয়েছিল বলে খবর। 


ডেঙ্গির প্রকোপে একদিনে জোড়া মৃত্যু


ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক গৃহবধূর। মৃত মৌমিতা ভট্টাচার্য জয়নগর-মজিলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার ডেঙ্গি ধরা পড়ে বছর ২৬-এর গৃহবধূর। তাঁকে সোনারপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল মৃত্যু হয় ওই গৃহবধূর।


গৃহবধূর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে তাঁর পরিবার। বছরখানেক আগে বিয়ে হয়েছিল মৌমিতার। পুজোর আগে তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন: Purba Medinipur: পূর্ব মেদিনীপুরে পুকুরে যাত্রী বোঝাই বাস উল্টে দুর্ঘটনা, ঘটনাস্থলে পুলিশ


অন্য দিকে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সল্টলেকের বৈশাখীর বাসিন্দা ৫ বছরের এক শিশুর। শক সিনড্রোম নিয়ে শিশুটি ভর্তি হয়েছিল হাসপাতালে, খবর সূত্রের। পুজোর মুখে ডেঙ্গি আক্রান্ত হয়ে রাজ্যে একদিনে জোড়া মৃত্যুতে আতঙ্ক দেখা দিয়েছে। 


পুজোর মুখে ডেঙ্গি সংক্রমণ ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে প্যান্ডেলে প্যান্ডেলে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। পুজোর সময় প্যান্ডেলগুলিতে লাগাতার মশা মারার স্প্রে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। এদিকে, পুরসভা সংলগ্ন ওয়ার্ডগুলিতেও বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ।


ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ সর্বত্র


কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "ডেঙ্গি কিছুটা উদ্বেগজনক। কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছি। মানুষ ছাদে উঠে কোথায় জল জমা আছে কি না, সেটা দেখে নেয়। এরা দিনের বেলা জন্মায়। তবে সিঙ্গাপুর, ব্যাঙ্কক, সাউথ আফ্রিকার থেকে পরস্থিতি ভাল।" কিন্তু রাজ্যে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে সরকারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। ডেঙ্গি পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে মেয়র দুর্গাপুজো নিয়ে ব্য়স্ত বলে কটাক্ষ করেছেন তাঁরা। তবে এ নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও রাজ্যবাসীকে সতর্ক করেছেন। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।