কলকাতা: দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। (Suvendu Adhikari)। শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের কত মামলা? তালিকা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে (Union Home Minister)। সংসদ ভবনে প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতার (Leader of the opposition)। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন-পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু।
মুরলীধর সেন লেনের পর এবার দিল্লিতে (Delhi) শাহি সাক্ষাতে শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari Meeting)। বৈঠকের কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে বৈঠক বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দুর দাবিতে জোর জল্পনা: দিনকয়য়েক আগে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ-সফরে অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে শুভেন্দুর দাবিতে জোর জল্পনা। শুভেন্দু অধিকারী বলেন, “কালকের মিটিংয়ের একটা কথা আমি বলতে পারি। গতকাল রাতে বৈঠকে একজন বলেছেন টাইম হো গিয়া। কিন্তু কে বলেছেন, আমি নাম করব না। অর্থাৎ পশ্চিমবঙ্গে বড় বড় ডাকাতরা, চোররা, পরিবারবাদ এবং তোষণবাদের আমদানি করা লোকেরা, তাঁদের বিরুদ্ধে আইন মেনে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত আইন মেনে, সংবিধান মেনে তা করা হবে। আমার আশ্বস্ত। কালকের মিটিংয়ে খুব উৎসাহিত।’’
মুখোমুখি অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়: কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে গত ১৭ ডিসেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে মুখোমুখি হন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে নবান্নের ১৪ তলায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ২০ মিনিট কথা হয় দুজনের। এরপর একসঙ্গেই নামেন নিচে। আর ওদিনই শুভেন্দুর মন্তব্যে তৈরি হয় জল্পনা। অন্যদিকে, মুরলীধর সেন লেনের পর দিল্লিতে শাহি সাক্ষাতে শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: Chaitali Tiwari: পুলিশের ভূমিকাকে 'চ্যালেঞ্জ', হাইকোর্টে জিতেন্দ্র পত্নী চৈতালি