কলকাতা: ফের কোভিড আতঙ্ক। তাই দেশজুড়ে আজ করোনা মক ড্রিলের আয়োজন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিডের সময় যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল, তা কী অবস্থায় রয়েছে, খতিয়ে দেখতেই এই মক ড্রিল।


কতটা প্রস্তুত হাসপাতালগুলি? স্বাস্থ্য ভবন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে মক ড্রিল হবে আগামীকাল। কীভাবে এই মক ড্রিল হবে, তার জন্য আজ ভিডিও কনফারেন্সে হাসপাতালগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। এই মুহূর্তে ৩১টি সরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। গত কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮০। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ হাজার ১৯৯ জন।


চোখ রাঙাচ্ছে করোনা: দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। সম্প্রতি কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত রাখার বিষয়টির দিকে নজর দিতে বলা হয়েছে। একটি উচ্চ-স্তরের বৈঠকে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে RT-PCR পরীক্ষা বাড়াতে বলেছে।  যেসব ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসছে, সেই নমুনার  জিনোম সিকোয়েন্সিং করতে বলা হয়েছে। সেই সঙ্গে করোনার নমুনাগুলির জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর কথা বলা হয়েছে।


নতুন ভ্যারিয়েন্টের দাপট: দেশের বিভিন্ন রাজ্যে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  প্রত্যেক বার যে ঢেউ গুলি আছড়ে পড়ে, তার পিছনে থাকে কোনও নতুন ভ্যারিয়েন্টের দাপট। এবার বিশেষজ্ঞরা মনে করছেন,  XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী। INSACOG তথ্য অনুসারে, সারা দেশে কোভিড-১৯ (covid 19) এর XBB.1.16  ভ্যারিয়েন্টের মোট ৬১০ টি কেস রিপোর্ট করা হয়েছে। এই ভ্যারিয়েন্টের প্রকোপ দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাওয়া গিয়েছে। INSACOG-এর তথ্য অনুসারে, মহারাষ্ট্র এবং গুজরাতে করোনার এই রূপের সর্বাধিক সংখ্যক নমুনা পাওয়া গেছে। ১৬৪ টি নমুনার মধ্যে ১৬৪ টিই  XBB.1.16  ভ্যারিয়েন্টের। এর পরে, তেলেঙ্গানায় ৯৩ টি এবং কর্ণাটকে ৮৬  টি  এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে।  XBB 1.16 ভ্যারিয়েন্টের হদিশ প্রথম মেলে জানুয়ারিতে। সম্প্রতি, দেশে কোভিড ১৯ এর ফের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে।  বিশেষজ্ঞরা মনে করছেন, এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টের জন্যই করোনা আরও দ্রুত বাড়ছে। এদিকে পরিস্থিতি মাথায় রেখে প্রকাশ্যে ফের মাস্ক ব্যবহার Mask Mandatory) বাধ্যতামূলক করল হরিয়ানা (Haryana), কেরল (Kerala) ও পুদুচেরি (Puducherry)। গত কয়েক বছরে করোনার একের পর এক ঢেউয়ে যে ভাবে মৃত্যুমিছিল লম্বা হয়েছে, তাতে কোনও ঝুঁকি নিতে নারাজ এখানকার প্রশাসন।    


আরও পড়ুন: Masks Mandatory:ফের বাড়ছে করোনা-সংক্রমণ, ফের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হরিয়ানা, কেরল ও পুদুচেরিতে