কলকাতা: ঠিক এক বছর আগে, আজকের দিনটাতেই চিরবিদায় নিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)।  পাম অ্যাভিনিউয়ের দু'কামরার ফ্ল্যাটটাই ছিল তাঁর নিজের জগৎ। নন্দীগ্রামে যে গুলি চলল, কেমন ছিল তাঁর মনের অবস্থা? দুহাজার এগারোর ভোটের ফল যেদিন বের হল, যাদবপুর কেন্দ্র থেকে তিনি হেরে গেলেন, কী বলেছিলেন বাড়ি ফিরে? কী রয়েছে তাঁর সেই আত্মজীবনীতে, যা তিনি কোনওদিন সামনে আনতে দেননি? আজ সেই দুকামরার ফ্ল্যাটটায় তিনি নেই, শুধু ছড়িয়ে আছে অজস্র স্মৃতি। প্রয়াণের একবছর পর, সেই স্মৃতির সরণি ধরে হাঁটলেন, তাঁর স্ত্রী, মীরা ভট্টাচার্য (Meera Bhattacharyya)।

আরজি কর মেডিক্য়াল কলেজের সেমিনার রুমে যে রাতে ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা, সেদিনই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যিনি চেষ্টা করেছিলেন বাংলাকে দেশের শিল্প মানচিত্রে প্রথম সারিতে তুলে আনতে! কৃষিকে ভিত্তি করে, শিল্পকে ভবিষ্য়ত করতে! কিন্তু পারেননি। উল্টে তাঁর আমলেই পতন হয়েছে ৩৪ বছরের বাম দূর্গের। কিন্তু রাজনৈতিক জীবনে সাফল্য়-ব্য়র্থতার মিশেলের মধ্য়ে দিয়ে এগোনো বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্য়ুর পর, তাঁর ঘোর রাজনৈতিক বিরোধীও একটা কথা স্বীকার করতে বাধ্য় হয়েছেন, তাঁর সততা, তাঁর অনাড়ম্বর-অতি সাধারণ-সরল জীবনযাপন অতুলনীয়! মৃত্যুর এক বছর পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের হতাশা-আক্ষেপের আখ্যান শোনা গেল তাঁর এক চিলতে ফ্ল্য়াটের অন্দরে।

স্বপ্নভঙ্গের দিন। ক্ষমতাচ্যুত হয়ে যেদিন বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ফিরে এসেছিলেন তাঁর পাম অ্যাভিনিউের আস্তানায়, সেদিন কেমন মেজাজ ছিল তাঁর? কী বলেছিলেন তিনি? সেই স্মৃতি মনে করে মীরা ভট্টাচার্য বলছেন, 'ক্ষমতাচ্যুত হয়ে যেদিন বাড়িতে ঢুকলেন, সেদিন সুচেতন বললেন, বাবা বাঁচলাম! তুমিও হেরে গেছো! সকলে হেরে যাচ্ছে! তুমি যদি জিততে, খারাপ লাগতো। হেসে উত্তর দিলেন। হেরে যাওয়াটাকে স্বাভাবিক মনোভাবে নিয়েছিলেন।'

নন্দীগ্রামে যেদিন গুলি চলে, সেদিন বাড়ি ফেরার পর কেমন ছিল বুদ্ধবাবুর মেজাজ? মীরা ভট্টাচার্য বলছেন, 'পার্টির ভূমিকা তো ছিল, উনি জোর করে করতে চাননি। বহুবার সমঝোতা করতে চেয়েছেন। পার্টিকে এর মধ্যে আনা উচিত নয়। উনার মত সভ্য সুশিক্ষিত মানুষ চান নি , যারা আন্দোলন করছেন, তাদের জোর করে তুলে দেওয়া। নন্দীগ্রামে গুলি চালনার  দিন খুব গম্ভীর ছিলেন। কথাও কম বলছিলেন। ওনার ভেতরটা নরম। এত লোকের মারা যাওয়াকে মেনে নিতে পারেননি।'

আজ সব স্মৃতিরা ভিড় করছে মীরা ভট্টাচার্যর মনে। পাম অ্যাভিনিউয়ের এক চিলতে ফ্ল্যাটে বুদ্ধদেব আছেন ছবি হয়ে।