Continues below advertisement

Pradhan Mantri Ujjwala Yojana : চলতি অর্থবর্ষেও পাওয়া যাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) ভর্তুকির সুবিধা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে নতুন করে ছাড়পত্র দিয়েছে। যার ফলে PMUY আওতাধীন ১৪.২ কেজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (LPG) সিলিন্ডারের ৩০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে। 

PMUY গ্রাহকদের জন্য লক্ষ্যমাত্রা LPG ভর্তুকি২০২৫-২৬ অর্থবর্ষে প্রতি বছর ৯টি রিফিল (৫ কেজি সিলিন্ডারের জন্য আনুপাতিক হারে) এই ভর্তুকি প্রযোজ্য হবে, যার মোট ব্যয় ১২,০০০ কোটি টাকা। মনে রাখবেন, ভারত তার LPG চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির উপর নির্ভরশীল। PMUY ব্যবহারকারীদের বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধি থেকে রক্ষা করতে সাশ্রয়ী মূল্যের LPG নিশ্চিত করে সরকার।

Continues below advertisement

সেই কারণে ২০২২ সালের মে মাসে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য ২০০ টাকা ভর্তুকি দেওয়া শুরু হয়, যা বছরে ১২টি রিফিল পর্যন্ত সুবিধা দেয়। ২০২৩ সালের অক্টোবরে এই লক্ষ্যমাত্রা ভর্তুকি প্রতি সিলিন্ডারে ₹৩০০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল, যা এখনও প্রতি বছর ১২টি রিফিল পর্যন্ত বৈধ। যা এবার ৯টি সিলিন্ডার করা হয়েছে।

PMUY পরিবারের মধ্যে LPG ব্যবহার বৃদ্ধিপরিসংখ্যান বলছে, PMUY সুবিধাভোগীদের মধ্যে LPG ব্যবহারে লক্ষণীয় উন্নতি হয়েছে। মাথাপিছু গড় খরচ (PCC), যা ২০১৯-২০ সালে প্রায় ৩টি রিফিল ও ২০২২-২৩ সালে ৩.৬৮ রিফিল ছিল, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৪.৪৭ রিফিলে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আসলে কী২০১৬ সালের মে মাসে চালু হওয়া PMUY-এর লক্ষ্য হল ভারত জুড়ে নিম্ন আয়ের পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলাদের আমানত-মুক্ত LPG সংযোগ প্রদান করা। ১ জুলাই, ২০২৫ পর্যন্ত, সারা দেশে প্রায় ১০.৩৩ কোটি PMUY সংযোগ রয়েছে।প্রতিটি PMUY সুবিধাভোগী ডিপোজিট ছাড়া কানেকশন পাবেন, যার মধ্যে সিলিন্ডার, প্রেসার রেগুলেটর, সেফটি হোস, DGCC বুকলেট ও ইনস্টলেশন চার্জের জন্য সেফটি ডিপোজিট অন্তর্ভুক্ত থাকবে।

কী কী সুবিধা দেওয়া হয়উজ্জ্বলা ২.০ এর আওতায় প্রথম রিফিল এবং একটি ওভেন বিনামূল্যে দেওয়া হয়। এই জিনিসগুলির সম্পূর্ণ খরচ সরকার বা তেল বিপণন সংস্থাগুলি বহন করে। তাই প্রাথমিক সেটআপের জন্য সুবিধাভোগীদের কোনও অর্থ দিতে হয় না। 

মূলত, সাধারাণ গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ নেই, এরকম পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তৈরি করেছিল মোদি সরকার। এবারও সেই কারণে সিলিন্ডারের সাবসিডি বজায় রাখা হল।