কলকাতা: আপনি কি  রাজ্য সরকারের (West Bengal Government) রূপশ্রী প্রকল্পে (Rupashree Prakalpa) জন্য আবেদন করতে চান? তাহলে এখানেই মিলবে তথ্য়, কোথায় গিয়ে কীভাবে আবেদন করবেন জেনে নিন। এই প্রকল্পে এককালীন ২৫০০০ টাকা পাবেন আবেদনকারী।


কারা আবেদন করতে পারবেন: রাজ্য়ে বসবাসকারী ১৮ বছরের ওপর মেয়েরা, যাঁদের পারিবারিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম এবং প্রথমবার বিয়ে করছেন, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এ ক্ষেত্রে আরও কয়েকটি শর্ত মাথায় রাখতে হবে।



  • প্রস্তাবিত পাত্রের বয়স অন্তত ২১ বছর হতে হবে।

  • এই রাজ্যে জন্ম হয়েছে বা বিগত ৫ বছর পশ্চিমবঙ্গে বাস করছেন বা পিতা মাতাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

  • পাত্রীর পারিবারিক আয় দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে। তার বেশি হলে মিলবে না প্রকল্পের সুবিধা।

  • আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।                                                                                                     


কী কী প্রয়োজনীয় নথি লাগবে? আবেদনকারীর পারিবারিক আয়ের ঘোষণাপত্র, আবেদনকারীর বয়সের প্রমাণপত্র। আবেদনকারীর বৈবাহিক অবস্থার ঘোষণাপত্র। ঠিকানার প্রমাণপত্র। ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার জেরক্স কপি।আবেদনকারী ও পাত্রের পার্সপোর্ট সাইজের ছবি। বিয়ের নিমন্ত্রণ পত্র বা ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিস। পাত্রের বয়সের প্রমাণপত্র। এ ক্ষেত্রে প্যান কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্রের জেরক্স কপি দেখানো যেতে পারে।


কোথায় আবেদন করবেন? ওপরে উল্লেখ করা সমস্ত কাগজপত্র-সহ স্থানীয় স্থানীয় বিডিও অফিস বা মহকুমা শাসকের অফিস বা পুর কমিশনারের অফিসে প্রস্তাবিত বিয়ের ১ থেকে ২ মাস আগে আবেদন করতে হবে। এই সংক্রান্ত আরও তথ্য পাবেন রাজ্য সরকারের নিজস্ব ওয়েবসাইটে। সেখানে গিয়েও অনলাইনে রূপশ্রীর জন্য আবেদন করতে পারেন। 


আরও পড়ুন: Aadhaar-Ration Card Link: বাড়ল রেশন ও আধার কার্ড লিঙ্কের সময়সীমা, জেনে নিন তারিখ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial