কলকাতা: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে SIR শুরু হয়ে গেছে। এনিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও সপ্তমে। বিহারে ভোটার তালিকা তালিকার বিশেষ সংশোধনের পর এবার কমিশনের নজরে বাংলা। সূত্রের খবর, এসআইআর -এর ক্ষেত্রে ২০০২ সালে ভোটার তালিকা খুব গুরুত্বপূর্ণ। বিহারকে মডেল ধরে চললে বাংলাতেও শেষ এসআইআর নথিকেই ব্যবহার করতে পারে কমিশন।

Continues below advertisement

২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না জানবেন কীভাবে?

১। প্রথমে আপনি গুগলে গিয়ে ‘2002 West Bengal Voter List’ লিখে সার্চ করতে পারেন অথবা সরাসরি ceowestbengal.nic.in/Roll_dist লিঙ্কে ক্লিক করতে পারেন।

Continues below advertisement

২। এরপরে ওয়েবসাইটে ঢুকলে আপনি একাধিক জেলার নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার নিজের জেলা থেকে সিলেক্ট করতে হবে।

৩। জেলা সিলেক্ট করার পর আপনি বিধানসভা কেন্দ্রগুলির নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে।

৪। এরপর আপনি যে বুথে বা স্কুলে গিয়ে ভোট দিয়েছেন, সেটিকে খুঁজে ক্লিক করতে হবে।

৫। খুঁজে নিতে হবে আপনার ভোটকেন্দ্র। তারপর সেটির পাশে থাকা ‘ফাইনাল রোল’ বা চূড়ান্ত তালিকায় ক্লিক করলেন আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। 

৬।এরপরেই আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট খুলে যাবে। সেখান থেকে আপনার নাম দেখে নিন। 

 

অন্যদিকে, BLO দের ঘাড়েই SIR-এ র মূল দায়িত্ব! কিন্তু কী করে জানবেন আপনার BLO কে? তাঁর কাছে যদি কিছু জানার থাকে তাহলে কী করবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি Booth Level Officer বা BLO-র সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, ‘Book-a-Call with BLO’-র মাধ্যমে। তার জন্য ডাউনলোড করতে হবে ecinet অ্যাপ।Connect with election officials- এ গিয়ে এপিক নম্বর টাইপ করলেই মিলবে BLO সংক্রান্ত তথ্য।

পাশাপাশি, হেল্প লাইনও চালু করেছে ECI। টোল ফ্রি নম্বরটি হল 1800-11-1950। পরিষেবা মিলবে সকালে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। ভোট সংক্রান্ত যে কোনও রকম তথ্য, মতামত এবং অভিযোগ জানানো যাবে 1950 নম্বরে। অভিযোগ জাবানো যাবে complaints@eci.gov.in মেল আইডিতে।

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য State Contact Centre বা SCC এবং Distric Contact Centre বা DCC তৈরি করা হয়। যে কোনও অভিযোগ ও প্রশ্নের জবাব দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে।