সৌভিক মজুমদার, কলকাতা: ব্রিজ কোর্স সম্পন্ন না করে কী করে চাকরি? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। সেই মামলায় এদিন, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। ১৮ই অগাস্টের মধ্যে পর্ষদকে রিপোর্ট জমা দিতে হবে।


পর্ষদের রিপোর্ট তলব: চাকরি প্রার্থীদের বিক্ষোভের মধ্যেই ব্রিজ কোর্স সম্পন্ন না করে কী করে চাকরি? প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ১৮ই অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের TET-এর ভিত্তিতে ২০২০ সালে নিয়োগ হয়েছিল। D.El.Ed দের পাশাপাশি চাকরি পেয়েছিলেন B.ED রাও। NCTE-র নিয়ম অনুযায়ী, নিয়োগের ৬ মাসের মধ্যে ব্রিজ কোর্স করার কথা থাকলেও, তা সম্পন্ন করেনি প্রায় ৬০০০ চাকরি প্রার্থী।

কী করে তাঁরা চাকরি করছেন? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায়, মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ব্রিজ কোর্স শেষ না করার জন্য তাঁরা বি ক্যাটিগরির স্যালারি পাচ্ছেন অর্থাৎ তাঁরা অপ্রশিক্ষিত। অপ্রশিক্ষিতরা কী করে এই চাকরি করছেন? তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হোক। এরপরই, এনিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২১ অগাস্ট, এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। 


এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের বড়সড় পদক্ষেপ। এই প্রথম গ্রেফতার করা হল অযোগ্য শিক্ষককে। ঘুষ দিয়ে চাকরি কেনার অভিযোগে গ্রেফতার করা হল ৪ জন অযোগ্য শিক্ষককে। সোমবার সমন করে, এই ৪ শিক্ষককে আদালতে তলব করা হয়। তারপর আদালত কক্ষ থেকেই গ্রেফতার করে ৪ জনকে জেলে পাঠান আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। CBI-এর চার্জশিটে সাক্ষী হিসাবে নাম ছিল গ্রেফতার হওয়া এই চার অযোগ্য শিক্ষকের। কিন্তু টাকা দিয়ে যাঁরা চাকরি কিনেছেন, তাঁদের কেন সাক্ষী হিসাবে দেখানো হয়েছে, আগেই এই প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারক। এনিয়ে তদন্তকারী অফিসারকে শোকজও করেছিলেন বিচারক। এরপরই, এদিন তলব করে, গ্রেফতার করা হল, জাহিরাদ্দিন শেখ, সায়গর হোসেন, সীমার হোসেন এবং সৌগত মণ্ডলকে। ধৃত ৪ জনই মুর্শিদাবাদের বাসিন্দা। ২১ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Dengue Death: বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, বারাসাত পুর এলাকায় ফের মৃত্যু ২ জনের