কলকাতা: 'নমস্কার। আমি গৌরী.. এই গল্প আমার মতো আরও অনেক অনেক মানুষের...' এই সংলাপেই শুরু হয়েছে ট্রেলার আর তারপরেই বিভিন্ন বাঁক, বিভিন্ন চমক। আর ফের একবার সুস্মিতা সেন (Sushmita Sen) প্রমাণ করে দিলেন, তিনি ফুরিয়ে জাননি। এখনও অনেক অনেক আগুন বাকি। আর তারই ছোঁয়া মিলল তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'তালি' (Taali)-র ট্রেলারে। আগামী ১৫ অগাস্ট জিও সিনেমায় (Jio Cinema) মুক্তি পাবে প্রাক্তন মিস ইউনিভার্সের নতুন এই ছবি। 


সুস্মিতা সেন তাঁর নতুন ছবিতে তুলে ধরেছেন, তৃতীয় লিঙ্গের লড়াইয়ের গল্প। সেই লড়াই আইনের সঙ্গে, সেই লড়াই সমাজের সঙ্গে, সেই লড়াই নিজের সঙ্গেও। সুস্মিতাকে দেখা গিয়েছে গৌরীর ভূমিকায়। ছোটবেলায় তাঁর নাম ছিল গণেশ। কিন্তু গণেশ থেকে কেন গৌরী আর তারপরে কেনই বা তাঁর এত লড়াই, সেই উত্তর লুকিয়ে গল্পের মধ্যেই।


এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই তা যথেষ্ট প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। সুস্মিতার অনুরাগীদের মুখে একটাই কথা, গায়ে কাঁটা দিয়ে উঠল এমন ট্রেলার দেখে। ছবির জন্য অপেক্ষা করছি। কিন্তু সম্প্রতি এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন সুস্মিতা। লম্বা বার্তা দিয়ে ট্রোলারদের ব্লক করেন তিনি। তবে নতুন এই ট্রেলার মুক্তির পরে, কার্যত প্রশংসার বন্যায় ভাসছেন অভিনেত্রী।


সুস্মিতা সেনকে দেখা যাবে আসন্ন বায়োপিক ঘরানার ছবি 'তালি'তে। যেখানে তিনি রূপান্তরকামী সমাজকর্মী (transgender activist) শ্রীগৌরী সবন্তের (Shreegauri Sawant) চরিত্রে অভিনয় করছেন। গত বছর ছবিতে তাঁর প্রথম লুক প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজারও। টিজারের শুরুতেই শোনা গিয়েছিল সুস্মিতা সেনের গলা। নিজের পরিচয় দিতে শোনা গেল তাঁকে, সামনে আয়না, ঠিক করছেন শাড়ি। সমাজে তাঁকে কত নামে মানুষ অভিহিত করেন সেই তথ্যই দিতে শোনা যায় তাঁকে। 


ছবিতে তাঁর চরিত্রের সফর এক বাক্যে প্রকাশ করে সুস্মিতা সেনকে বলতে শোনা যায়, 'গালি সে তালি তক...'। এরপর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত শ্রীগৌরী সবন্তের বিভিন্ন সময়ের লড়াই বা পরিস্থিতির কথার ঝলক দেখা যায়। টিজার থেকে মনে করা হচ্ছে এই ছবিতে একাধিক শক্তিশালী সংলাপ শোনা যাবে। এরই মধ্যে অন্যতম, 'স্বভিমান, সম্মান, স্বতন্ত্রতা, আমার এই তিনটেই চাই।' সবশেষে সংলাপে ট্যুইস্ট নিয়েই টিজারের ইতি। সেখানে দেখা যাচ্ছে এক চরিত্র তাঁকে বলছেন, 'যাওয়ার জন্য তৈরি, গৌরী?' প্রশ্নের সপাট উত্তর গৌরীর, 'ছোটবেলা থেকেই'। আজকের ট্রেলারে আরও যেন কিছুটা উন্মোচিত হল গৌরীর লড়াইয়ের গল্প। এবার অপেক্ষা ছবি মুক্তির। 


আরও পড়ুন: Dev Exclusive Interview: বলিউডে পাড়ি দেবেন দেব? কী বলছেন 'ব্যোমকেশ'?