সুনীত হালদার, হাওড়া:  ট্যাব কেনার টাকা হাতে না পাওয়ার প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল ছাত্ররা। তারা রাস্তা অবরোধেও শামিল হয়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া জগতবল্লভপুরে। পরে পুলিশের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিলে অবরোধ ওঠে।


সোমবার দুপুরে জগৎবল্লভপুরের বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার গেটে বিক্ষোভ দেখায় ছাত্ররা। ছাত্ররা জানিয়েছে তাঁরা গত বছর  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তারা স্কুলে ট্যাবের টাকার জন্য আবেদন করে। কিন্তু দেড় বছর কেটে গেলেও ৪৫ জন ছাত্র এখনো পর্যন্ত হাতে টাকা পায়নি। এরই প্রতিবাদে ওই সব ছাত্ররা সোমবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। 


এর পাশাপাশি রাস্তায় বেঞ্চ পেতে স্কুলের সামনে  প্রায় ঘন্টাখানেক হাওড়া আমতা রোড অবরোধ করে। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশকর্মীরা বিক্ষোভকারী ছাত্রদের বোঝালে তারা অবরোধ তুলে নেয়। স্কুলের প্রধান শিক্ষক নান্দীক মুখোপাধ্যায় বলেন গতবছরের ৪৫ জন ছাত্রের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্কুলে তাঁদের নামে চেক আসার কথা থাকলেও এখনো পর্যন্ত তা আসেনি। তবে তিনি এ ব্যাপারে জেলা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন যাতে ছাত্ররা তাদের পাওনা টাকা পেয়ে যায়।


আরও পড়ুন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণীর দেহ উদ্ধার নামখানায়, এলাকায় চাঞ্চল্য


এদিকে, কলকাতার যোগমায়া দেবী কলেজ ছাত্রীদের বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ফার্স ইয়ারে ভর্তি হতে এসে সমস্যায় পড়েন তাঁরা। কিন্তু, কলেজের তরফে মেসেজ আসা সত্ত্বেও ভর্তি হতে না পারায় কলেজের ভিতরে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জানা যাচ্ছে, তাঁদের রেজিস্টার্ড নম্বরে মেসেজ গিয়েছিল। বলা হয়েছিল, ভর্তির জন্য তাঁরা সিলেক্ট হয়েছেন। কিন্তু, যখন তাঁরা ভর্তি হওয়ার চেষ্টা করেন দেখতে পান, মোবাইলে আসা এসএমএসে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে না।


এবিষয়ে আন্দোলনরত এক ছাত্রী বলেন, এই মেসেজটা থেকে যখন ওয়েবসাইটে পে করার জন্য যাচ্ছি তখন লেখা উঠছে, সিট নট অ্যাভেলেবেল। প্রথম মেধাতালিকার পরে যদি আসন না থাকে তাহলে এসএমএস আসার  অর্থ কী ? এভাবে আশা ভেঙে দিচ্ছে কেন ? এটা একটা স্ট্যান্ডার্ড কলেজ। কিন্তু, এটা কেন হল বুঝলাম না। আমরা জবাব চাই।