সুনীত হালদার, হাওড়া: উদয়নারায়ণপুরে বিজেপির কিষাণ মোর্চার নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। দুর্ঘটনায় জখম হয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
দোকান থেকে বাড়ির দূরত্ব মাত্র ২০০ মিটার! কিন্তু সেই দোকান থেকে বাড়ি ফেরার পথেই গুরুতর জখম হলেন ব্যবসায়ী। যে ঘটনার সঙ্গে জড়িয়ে গেল রাজনীতি। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম দেবাশিস বাঁকা হাওড়া গ্রামীণের বিজেপির কিষান মোর্চার সভাপতি।
উদয়নারায়ণপুরের খিলা এলাকায় তাঁর স্টেশনারি দোকান রয়েছে। রবিবার রাতে দোকান বন্ধ করে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। বিজেপির অভিযোগ, তখনই রাস্তায় তৃণমূলের লোকজন তাঁকে বেধড়ক মারধর করেন।
হাওড়ার (গ্রামীণ) বিজেপি আহ্বায়ক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, গতকাল আসছিলেন উনি, তৃণমূলের লোকজন ঘিরে ধরে, লাঠি দিয়ে মারে তৃণমূলের গুণ্ডারা। ভবানীপুরে কর্মীদের উস্কানি দিচ্ছে মমতা। যার ফলে নিচু তলার কর্মীরা উত্তেজিত হয়ে এসব করছে। অভিযুক্তদের চিনতে পারেনি। তৃণমূল অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে, দুর্ঘটনার তত্ত্ব সামনে আনছে।
উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার কথায়, পাগলের প্রলাপ বলছে, এসবের উত্তর দেওয়া যায় না। মত্ত অবস্থায় বাইক চালিয়ে বাড়ি ফিরছিল, বাঁধের কাজ হচ্ছে, রাস্তা খারাপ। ওখানে বাইক নিয়ে পড়ে যায়। তাই নিয়েই নাটক করছে। চিকিৎসকরাও তাই বলেছে।
জখম বিজেপি নেতাকে প্রথমে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতার হাসপাতালে রেফার করা হয় তাঁকে।