হাওড়া: চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে ফিরল কনটেনমেন্ট জোন (Containment Zone)। কলকাতার ২৫টি এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। হাওড়ার (Howrah) ৪১টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। হাওড়ার পুর এলাকায় ২৬ টি ও গ্রামীণ এলাকায় ১৫ টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।  রাজপুর-সোনারপুরের ১৮টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। 


কলকাতাতেও করোনার দাপট। আজই কলকাতা পুরসভায় কনটেনমেন্ট জোনের ঘোষণা করা হবে। জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বরো নম্বর ৩, ৭, ৮, ৯ ও ১০-এ ১৭টি কনটেনমেন্ট জোন ঘোষণার সম্ভাবনা। পুরসভা সূত্রে খবর, ৩ নম্বর বরোর বড় বড় আবাসনগুলিতে দাপট দেখাচ্ছে করোনা। সেই আবাসনগুলি চিহ্নিত করার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।


করোনা সংক্রমণ রুখতে কলকাতায় ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতার মোট ২৫টি এলাকাকে চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা। ৪১টি মাইক্রো কনটেনমেন্ট জোন আছে হাওড়া জেলায়। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের ১৮টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।


ফিরহাদ হাকিম সোমবার জানিয়েছেন, ৪-৫ জন এফেক্টেড, এরকম ২৫টি কনটেনমেন্ট বা মাইক্রো কনটেনমেন্ট জোন করছি।


করোনার গ্রাসে কলকাতা! বৃহস্পতিবার ১ হাজার ৯০। শুক্রবার ১ হাজার ৯৫৪। শনিবার২ হাজার ৩৯৮। রবিবার ৩ হাজার ১৯৪। শহরে গত একসপ্তাহে প্রায় ১৬ গুণ বেড়েছে করোনার সংক্রমণ! পজিটিভিটি রেট প্রায় ৩৩ শতাংশ। যাঁরা করোনা টেস্ট করাচ্ছেন, তাঁদের প্রতি ৩ জনের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ। এক কথায় পরিস্থিতি ভয়ঙ্কর! এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও হানা দিল করোনা।


মেয়র ফিরহাদ হাকিমের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের ৫ সদস্য সংক্রমণের কবলে। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার ও তাঁর স্ত্রী-ও করোনায় আক্রান্ত। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠায় শহরের মোট ২৫টি জায়গাকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করল কলকাতা পুরসভা। যার মধ্যেই রয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন।