সুনীত হালদার, হাওড়া: বেহাল রাস্তা। আর সেই রাস্তায়ই লরির (Lorry) নীচে পিষে প্রাণ গেল এক স্কুল ফেরত নাবালিকার। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ায় (Lilua)। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লরির চালক ও খালাসিকে ধরা যায়নি। তাঁরা পলাতক।


ঠিক কী হয়েছিল?


সূত্রের খবর, শনিবার সকালে লিলুয়ার ভট্টনগরে এই ঘটনাটি ঘটে। সেখানে রাস্তা সাইকেলে করে বাড়ি ফিরছিল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রে খবর সেই ছাত্রীর নাম লক্ষ্মী তুরি। তার বয়স ১৪। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে। প্রত্যক্ষদর্শীদের বয়ান এদিন সাইকেলে করে যখন লক্ষ্মী বাড়ি ফিরছিল তখন রাস্তায় গর্তে আচমকাই সাইকেল উল্টে পড়ে যায়। এরপরই একটি লরি পেছনে দিক থেকে এসে পিষে দেয় সেই ছাত্রীকে।


এই ঘটনা চোখের সামনে দেখেও সেই মেয়েটিকে বাঁচাতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। লরিটি ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে লরি ছেড়ে পালিয়ে যায় লরি চালক ও খালাসি। উত্তপ্ত জনতাকে সামলাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। 


এদিকে স্থানীয় জনতা প্রশাসনের ওপরও ক্ষােভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য দীর্ঘদিন ধরে বলার পরেও এই রাস্তা ঠিক করা হয়নি। এর আগেও এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে অনেককেই। তবে এতটা ভয়াবহতা বোধহয় হবে তাঁরাও আশা করতে পারেননি।


উলুবেরিয়ায় বাইক দুর্ঘটনা


কিছুদিন আগেই উলুবেরিয়ায় বেপরোয়া বাইক চালিয়ে মৃত্যু হয়েছিল ২ জনের। ফের বেপরোয়া বাইক চালানোর বলি হয়েছিলেন ২ জন।  উলুবেড়িয়ার  রঘুদেবপুর অঞ্চলের বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে অটোর পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন: মাঝরাতে চুঁচুড়ার বড় কালী মন্দিরে চুরি, খোয়া গেল ৭ ভরি সোনা-রুপোর গয়না