হাওড়া: হাওড়ার কুলগাছিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে (Road Accident)। লেন ভেঙে গাড়িতে ধাক্কা ট্রেলারের, মহিলা-সহ নিহত ৩। ট্রেলারের ধাক্কায় পিষ্ট কলকাতামুখী গাড়ি, ৩জনের মৃত্যু। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে চালকের দেহ উদ্ধার করা হয়েছে। কুলগাছিয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভারে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।


বারবার মর্মান্তিক দুর্ঘটনার খবর উঠে আসছে এশহরে


প্রসঙ্গত, বারবার মর্মান্তিক দুর্ঘটনার খবর উঠে আসছে এশহরে। বেশিরভাগ ক্ষেত্রেই সতর্কতার ইস্যু প্রকট হয়ে দাঁড়াচ্ছে। সেফ ড্রাইভ, সেভ লাইফ টাইটেলে কম সচেতনার অনুষ্ঠান করছে না পুলিশ প্রশাসন। তবু দুর্ঘটনায় যবনিকা পড়ছে না। কখনও বৃষ্টি ভেজা ফ্লাইওভার থেকে ছিটকে, কখনও আবার ভারী ট্রাকের নিচে পড়ে দুর্ঘটনার ঘটনা অহরহ। তারই সঙ্গে বাসে ও বাসে মুখোমুখি সংঘর্ষের উদাহরণও কম নয়। বারবার রক্তাক্ত হচ্ছে রাস্তা। তবুও বিরাম নেই দুর্ঘটনায়।


কীকরে দুর্ঘটনা ?


এদিকে গত কয়েকদিন ধরেই ফের নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। পথঘাট ভিজে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে এই দুর্ঘটনায় সবচেয়ে মর্মান্তিক দিক হল, একইসঙ্গে তিনজনের মৃত্যু। এই দুর্ঘটনার জন্য প্রকৃত কে দায়ি ? তা অবশ্য তদন্তের পরেই উঠে আসবে। 


সদ্য শিশুমৃত্য়ুর ঘটনায় এখনও শোকস্তব্ধ শহর


প্রসঙ্গত, সম্প্রতি শহর কলকাতায় ঘটে যাওয়া আরও একটি দুর্ঘটনা কার্যত সকলকে নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশু সৌরনীলের মৃত্য়ুর ঘটনায় এখনও শোকস্তব্ধ শহর। এমাসের ২৫ তারিখই ছিল তাঁর জন্মদিন। কিন্তু,তার আগেই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাকে। এই ঘটনার পর স্থানীয়দের রোষ আছড়ে পড়েছিল পুলিশের ওপর। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন নিহত শিশুর সকুলের প্রধান শিক্ষকও।


আরও পড়ুন, ৬ বছরের মেয়ে কুপিয়ে 'খুন' করলেন বাবা, ছাড়লেন না স্ত্রীকেও


  দুর্ঘটনায় মৃত্যু হলে কোনওভাবেই রাস্তায় মৃতদেহ ফেলে রাখা যাবে না


এরপরেই শুক্রবার রাতে লালবাজারের তরফে কলকাতা ট্রাফিক গার্ডগুলির জন্য নির্দেশিকা জারি করে জানানো হয়, সকাল ৮টার পরিবর্তে এবার থেকে সকাল ৬টাতেই কলকাতায় আর ট্রাক ঢুকতে পারবে না। পাশাপাশি, সমস্ত স্কুল শুরুর সময় থাকতে হবে ওসি অথবা অ্য়াডিশনাল ওসি র‍্যাঙ্কের অফিসারদের। দুর্ঘটনায় মৃত্যু হলে কোনওভাবেই রাস্তায় মৃতদেহ ফেলে রাখা যাবে না।