সুনিত হালদার, পাঁচলা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) গণনার দিন থেকে বাড়ি ছাড়া প্রায় আড়াইশো বাম কর্মী। খোলা আকাশের নিচে বাগানে প্রায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁরা। ঘটনাস্থল পাঁচলার খাস জালালসি গ্রাম। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাম প্রার্থীদের এজেন্ট হওয়ার অপরাধে তাঁদের বেধড়ক মারধরের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করে। খুনের হুমকি দেয় বলেও অভিযোগ। যদিও তৃণমূল (TMC) কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।                                                             


গত ১১ জুলাই পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) গণনার দিনে পাঁচলার নয়াচক যদুনাথ ইনস্টিটিউশনে গণনা শুরু হবার আগেই ঝামেলা শুরু হয় বলে অভিযোগ। সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক কর্মীদের অভিযোগ গণনা কেন্দ্রে ঢোকার আগেই তাঁদের এজেন্টদের বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বাধ্য হয়ে তাঁরা গ্রামে ফিরে আসেন। এর পর ওই দিন দুপুর বেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল নেতা শেখ নাসিমের নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম (CPM) এজেন্টদের বাড়িতে তাণ্ডব চালায়। অভিযোগ,  লাঠি, রড দিয়ে বাড়ির যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে দেওয়া হয়।                                        


এর পরই ঘরছাড়া হয়ে যান এলাকার বাসিন্দারা। বাম কর্মীদের (CPM Worker) অভিযোগ পুলিশ বা র‍্যাফ মাঝে মাঝে টহল দিলেও তাদের  নিরাপত্তার কোনও ব্যবস্থাই তাঁরা করেননি। উল্টে তৃণমূল কর্মীরা (TMC Worker) বাড়ি বাড়ি গিয়ে এখনো হুমকি দিচ্ছে বলেও অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। যার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ সেই তৃণমূল নেতা শেখ নাসিম জানিয়েছেন, বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে। তারা নিজের ইচ্ছাতেই বাগানে রয়েছেন। তাদের কেউ মারধর করেনি। বিরোধীদের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে তারা মিথ্যে অভিযোগ করছে বলে দাবি শাসক দলের।