সুনীত হালদার, হাওড়া: শিল্পাঞ্চল হিসেবে হাওড়া জেলার হৃত গৌরব ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার প্রথম ধাপ হিসেবে এক দিনের শিল্প সম্মেলন অনুষ্ঠিত হল। মঙ্গলবার হাওড়ার শরৎ সদনে ওই সম্মেলনের আয়োজন হয় (Howrah Industrial Business Summit)। তাতে উপস্থিত ছিলেন রাজ্যের একঝাঁক মন্ত্রী, মুখ্যসচিব, শিল্পপতি, বিভিন্ন ব্যাঙ্কের  উচ্চপদস্থ আধিকারিক এবং রাজ্য সরকারের শীর্ষস্থানীয় আমলারা।  সেখানে জেলার ব্যবসায়ীদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 


গত ১৮ নভেম্বর হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেখানে হাওড়ার শিল্প সম্প্রসারণে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি। হাওড়ায় জেলায় বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করতে শিল্পপতি এবং ব্যবসায়ীদের আহ্বান জাাননো হয়।  সেই সময়ই শিল্প সম্মেলনের পরামর্শ দিয়েছিলেন মমতা। তাঁর পরামর্শ মেনেই এ দিন ‘সিনার্জি শিল্প সম্মেলন ২০২১-’২২’-এর আয়োজন করে জেলা প্রশাসন। 


এ দিন শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প (MSME) দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। তিনি জানান, রাজ্যে শিল্পের ক্ষেত্রে জমি কোনো সমস্যাই নয়। বর্তমানে ১৫ একরের পরিবর্তে ৫ একর জমিতে ছোট শিল্প করার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার, যা নতুন শিল্প গড়ে তোলার পক্ষে সহায়ক হবে। একই সঙ্গে তিনি জানান, জমি অধিগ্রহণের (Land Acquisition) ক্ষেত্রে শিল্পপতিদের নিজেদেরই জমি দেখে নিতে হবে। তাতে কোনওরকম সমস্যা  দেখা দিলে তবেই হস্তক্ষেপ করবে রাজ্য। 


চন্দ্রনাথ বাবু আরও জানান, স্কুল পড়ুয়াদের জামা-জুতো তৈরির শিল্পকে এই মুহূর্তে প্রাধান্য দিচ্ছে রাজ্য। তাই শিল্পপতিদের এই কাজে এগিয়ে আসার আর্জি জানান তিনি। 


শিল্পের অনুকুল পরিস্থিতি তৈরি করতে সম্প্রতি রাজ্য সরকার শিল্পপতিদের জন্য সিঙ্গল উইন্ডো পরিষেবা শুরু করেছে। তাতে শিল্পক্ষেত্রের পক্ষে সহায়ক বলে মানেন শিল্পপতি-ব্যবসায়ীরাও। তাঁরা জানান, আগের থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। শিল্প সম্মেলনে উপস্থিত ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, মাঝে শিল্পে মন্দা দেখা দিলেও, এখন বিনিয়োগ আসতে শুরু করেছে। ফলে ব্যাঙ্কের ক্ষেত্রেও ব্যবসার পরিধি বাড়ছে।