কারকালা (কর্ণাটক) : লাখ টাকা খরচ করে মোবাইল কেনার দরকার নেই, বরং কিনুন তলোয়ার। কারণ আমাদের কর্তব্য গো-মাতাকে রক্ষা করার। গো-মাতাকে যারা হত্যা করে তাদের আটকাতে প্রয়োজন পড়বে তলোয়ারটার (Sword)।' এমনই নিদান দিয়েছেন সাধ্বী সরস্বতী (Sadhvi Saraswati)। বিশ্ব হিন্দু পরিষদের (Visha Hindu Parishad) কর্ণাটকের এক নেত্রীকে এক জনসভায় বক্তব্য রাখার মাঝে শোনা গিয়েছে এমনই বিতর্কিত মন্তব্য করতে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের নেত্রীর যে বিতর্কিত মন্তব্য ভাইরাল (Viral)। যা নিয়ে তুঙ্গে তরজা। ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ।


ভাইরাল হওয়া যে ভিডিওতে দেখা যাচ্ছে, জনসভার বক্তব্য রাখার মাঝে ওই নেত্রী বলেছেন, ছোটবেলা থেকেই গো-মাতার সেবা করে আসছেন তিনি। আর তাঁর মতে সকলের একান্ত কর্তব্য গো-মাতার সেবা করা। পাশাপাশি তাঁর মত, গো-হত্যা রুখে দেওয়ার দরকার। আর কোন পথে সেটা হবে, জানাতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি। যেখানে সাধ্বী সরস্বতী বলেন, 'সকলকে অনুরোধ করব, যদি আপনারা লাখখানেক টাকার মোবাইল কিনতে পারেন, ২৫ হাজারের কম্পিউটার, ক্যামেরা কিনতে পারেন তাহলে হাজার টাকার তলোয়ারও অবশ্যই কিনে রাখুন। অন্তত মায়েদের (গো-মাতা) রক্ষা তো করতে পারবেন।' সঙ্গে তিনি যোগ করেন, 'আমার জীবনে দুটোই লক্ষ্য ছিল। একটা রামমন্দির স্থাপন। আর অপর লক্ষ্য হচ্ছে ভারতে গো-হত্যা বন্ধ করা।'






প্রসঙ্গত, দেশের বেশ কিছু রাজ্য ইতিমধ্যে গো-হত্যা বন্ধ করার জন্য আইন তৈরি করেছে। গতবছর নজিরবিহীন হাঙ্গামার সাক্ষী হয়েছিল কর্ণাটক বিধান পরিষদ। গো-রক্ষা আইন নিয়ে কর্ণাটক বিধান পরিষদে হাঙ্গামা করেন বিধায়করা। সভা চলাকালীন সভাপতিকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হল। কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।


দেখুন- গো-রক্ষা আইন নিয়ে কর্ণাটক বিধান পরিষদে ধুন্ধুমার, খোদ সভাপতিকেই ধাক্কা বিধায়কদের