সুনীত হালদার, হাওড়া:  হাওড়ার (Howrah) বাগনান স্টেশন (Bagnan Station) সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন (Fire)। ভস্মীভূত ১৫-২০টি দোকান। ভোর ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।                                                                                          


শেষপর্যন্ত দমকলের ৫টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।                                                       


কিছুদিন আগেই হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন লাগে। রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।


আরও পড়ুন, প্যান হবে মূল পরিচয়পত্র, ব্যাঙ্কিংয়ের জন্য সুবিধা হবে, মন্তব্য চন্দ্রশেখর ঘোষের


শনিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ, মোমের কারখানার সামনে একটি বর্জ্যের স্তূপে আগুন লাগে। নিমেষের মধ্যে তা ভয়ঙ্কর চেহারা নেয়। আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের বেশ কয়েকটি দোকান। পাশেই পাওয়ার হাউস থাকায় আগুন ছড়ানোর আশঙ্কায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় এলাকার বিদ্যুৎ সংযোগ। যদিও অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু বিদ্যুতের তার পুড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান।                          



অন্যদিকে, মাঝরাতে পণ্যবোঝাই দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই লরি।