হাওড়া: কোভিড হাসপাতাল হচ্ছে বালটিকুরি ইএসআই হাসপাতাল। করোনার সংক্রমণ বাড়ায় ফের কোভিড হাসপাতালে রূপান্তর করা হল। ওমিক্রনের উপশাখার ৩টি ভাগ করলেন বিজ্ঞানীরা। ভারতে মিলেছে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের ৩টি উপশাখা। বাংলা, বিহারে বিএ.২, মহারাষ্ট্রে বিএ.১-এর সংক্রমণ। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি নিয়ে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা


ব্যারাকপুর (Barrackpore) বি এন বোস মহাকুমা হাসপাতালে (BN Bose Sub-Divisional Hospital) চালু হল ৬০ বেডের কোভিড হাসপাতাল (Covid19 Hospital)। এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ১২০টি বেডের ছিল।  প্রশাসন সূত্রে খবর, ব্যারাকপুর এলাকায় সংক্রমণের হার বেশি হলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কম। ব্যারাকপুর পুরসভা প্রশাসক উত্তম দাস বলেন, সেই কারণেই আপাতত ৬০ বেডের হাসপাতাল চালু হচ্ছে।


ফের ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা (Coronavirus) !  চোখ রাঙাচ্ছে কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) ।  এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিত্‍সার জন্য বাড়তি ব্যবস্থা নিচ্ছে উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতাল (uluberia sanjiban hospital)।  পরিস্থিতি মোকাবিলায় ICU-তে ১৫০টি বেড বাড়াচ্ছে তারা।   
 
উলুবেড়িয়া  সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র জানান, ' আমরা তৈরি। ১৫০ ICU বেড প্রস্তুত করছি।  কোনও রোগী যাতে ফিরে না যান, তার জন্য যতটা সম্ভব পরিষেবা দিতে আমরা প্রস্তুত। ' 


অত্যন্ত দ্রুত যাতে RT-PCR রিপোর্ট পাওয়া যায়, তার ব্যবস্থাও করেছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ। প্যাথলজিক্যাল বিভাগের প্রধান রাজশ্রী মুখোপাধ্যায়ের দাবি, ' আমাদের এখানে রোগী এলে ১ ঘণ্টার মধ্যে আরটি- পিসিআর রিপোর্ট তৈরি করতে ফেলতে পারি। ফলে অনেক দ্রুত চিকিত্‍সা শুরু করা যায়। ' 


বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল ফের কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। করোনা বাড়বাড়ন্তের কারণে ফের সাধারণ হাসপাতাল থেকে রূপান্তরিত কোভিড হাসপাতালে। বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশে গত ২৭ ডিসেম্বর থেকে এই হাসপাতালে সাধারণ বিভিন্ন বিভাগের আউটডোর ও ইনডোর বিভাগ শুরু হয়। কিন্তু কোভিড পরিস্থিতিতে বদলাল চিত্র।  


গতকাল ফের জেলা প্রশাসনের নির্দেশিকাতে এই হাসপাতালে ফের ৪ জানুয়ারি থেকে শুধু কোভিড রোগীর চিকিতসা শুরু হয়েছে। এই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়ার কাজ চলছে।