Goa Election 2022:  দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়ায়। এবার গোয়ায় বিধানসভা নির্বাচনের মুখে ধাক্কা খেল শাসক দল বিজেপি। ভোটের ঠিক আগে বিজেপি সরকারের মন্ত্রী মাইকেল লোবো উপেক্ষার অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের কাছে পদত্যাগপত্র পেশের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আশা করছি আমার নির্বাচন কেন্দ্রে কালানগুটের মানুষ এই সিদ্ধান্তকে সম্মান করবেন। 


মাইকেল লোবো আরও জানিয়েছেন, তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন। অন্য দলগুলির সঙ্গে তাঁর কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন লোবো। তিনি বলেছেন, দলে আমার ও দলের কর্মীদের উপেক্ষিত হওয়ার বিষয়টি নিয়ে খুবই অসন্তুষ্ট।


রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ বিজেপিতে নেই বলেও মন্তব্য করেছেন লোবো। 


আগেই ইস্তফা দিয়েছেন বিজেপির দুই বিধায়ক


উল্লেখ্য, মাইকেল লোবোর আগে কিছুদিন আগেই বিজেপির আরও দুই বিধায়ক ইস্তফা দিয়েছেন। দুই বিজেপি বিধায়ক কার্লোস আলমেডিয়া ও এলিনা সালদানা দল থেকেও ইস্তফা দিয়েছেন। 


গত শনিবারই রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ করা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার ৪০ আসনের জন্য ভোটগ্রহণ করা হবে। ১০ মার্চ ভোট গণনা। বর্তমানে গোয়াতে ক্ষমতাসীন বিজেপি। তাদের রয়েছে ২৫ বিধায়ক ও এক নির্দল বিধায়কের সমর্থন। যদিও গত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল কংগ্রেস। কিন্তু তারা সরকার গঠন করতে ব্যর্থ হয়। 
মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর আজ সন্ধেয় লোবো কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর। লোবো বলেছেন, আসন্ন নির্বাচনের কথা ভেবেই আজকের সিদ্ধান্ত। বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক ১৫ বছরের। সেজন্য একটা দুঃখ ও ব্যথা অনুভব করছেন। কিন্তু বিজেপির তাঁর মতো কর্মীর দরকার নেই। দল ছুঁড়ে ফেলে দেবে, তার জন্য অপেক্ষা করা উচিত নয়। সসম্মানেই বেরিয়ে যাওয়া উচিত।