শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং মহকুমা হাসপাতালে করোনার থাবা। আজ থেকে বন্ধ সমস্ত অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, ১৪ জন চিকিত্সক ও নার্স, স্বাস্থ্য কর্মী মিলিয়ে ৪১ জন করোনা আক্রান্ত। ৪ জন অ্যানাস্থেটিস্টই কোভিড পজিটিভ। এর প্রভাব পড়েছে হাসপাতালের চিকিত্সা পরিষেবায়। এমনকি অস্ত্রোপচার করে প্রসবও বন্ধ রাখা হয়েছে বলে ক্যানিং হাসপাতালের সুপার জানিয়েছেন।
 


ক্যানিং মহকুমা হাসপাতাল সুপার, অপূর্বলাল সরকার বলেন, "এই মুহূর্তে অ্যানাস্থেটিস্ট সুস্থ নেই এর ফলে অপারেশন বিভাগ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তিনজন আগেই আক্রান্ত ছিলেন। একদিন ওটি বন্ধ ছিল। একজন সুস্থকে দিয়ে ওটি চালাই। তিনিও উপসর্গযুক্ত হওয়ায় এখন চালাতে পারছি না।" 


আরও পড়ুন, টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ, পড়ুন, নিভৃতবাস নিয়ে রাজ্যের নয়া নিয়ম


করোনা থাবা বসিয়েছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) দুর্গাপুর (Durgapur) মহকুমা হাসপাতালেও। বেশ কয়েকজন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সংক্রমিত হলেও, এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সুপার। সময় যত যাচ্ছে, ততই সংক্রমিত হচ্ছেন মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা প্রথম সারির যোদ্ধারা! রাজ্যের বিভিন্ন হাসপাতালের ছবিটাই এক। গত এক সপ্তাহে পশ্চিম বর্ধমানের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই সংখ্যাটা ২০। করোনা হানা দিলেও এখানে এখনও পর্যন্ত চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়ছে না, বলেই দাবি করেছেন সুপার।


এদিকে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ পরপর তিনদিন একলক্ষ পার।একাধিক রাজ্যে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আজ পাঁচ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, গুজরাত ও মহারাষ্ট্র ছাড়াও বৈঠকে যোগ দেবেন কেন্দ্রশাসিত অঞ্চল দাদার ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের স্বাস্থ্যমন্ত্রীরা। দুপুর সাড়ে ৩টেয় বৈঠক।