সুনীত হালদার, (উলুবেড়িয়া) হাওড়া: বালির স্তুপ থেকে বেরিয়ে রয়েছে এক মহিলার পা! দেখেই আঁতকে উঠলেন প্রাতর্ভ্রমণকারীরা। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ওই মহিলাকে খুন করা হয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
বালির স্তুপের মধ্য থেকে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার উলুবেড়িয়ার কালিনগরে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান স্থানীয় একটি মাঠের পাশে বালির সতুপের মধ্যে এক মহিলার পা বেরিয়ে আছে। প্রাতর্ভ্রমণকারীদের চোখে প্রথমে ঘটনাটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাঁরা উলুবেড়িয়া থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ,অজ্ঞাত পরিচয় ওই মহিলা কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। গতকাল রাতে উলুবেড়িয়া শ্যামপুর রোডের ধারে একটি দোকানের বাইরে ঘুমিয়েওছিলেন। তারপরই এই ঘটনা। ওই মহিলাকে খুন করে বালির মধ্যে পুঁতে দেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগে হুগলির পোলবায় কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে। ঘটনাটি ঘটে পোলবার (Polba) জারুরা দিল্লি রোডের পাশে ওই মৃত দেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার দিন সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে কম্বল জড়ানো মৃতদেহটি দেখতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে পোলবা থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ (Police)। মৃতদেহ পচন ধরে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এরফলে দেহ শনাক্ত করতে অসুবিধায় পড়ে পুলিশ।স্থানীয়দের অনুমান খুন, করে মৃতদেহটি ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে। যেহেতু পচন ধরেছে সেজন্য স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত মৃতর নাম বা পরিচয় জানতে সমস্যায় পড়েছিল । পুলিশ মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দেহ উদ্ধারের অন্তত দুদিন আগে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়।