কলকাতা: প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। সোমবার রাত ৯টা নাগাদ দেখা দেয় বিশ্বজোড়া সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট। বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম পরিষেবা। এ দেশেও একই সমস্যা দেখা দেয়। অবশেষে আজ ভোর ৪টের পর পরিষেবা চালু হয়। কাজ বন্ধ করেছিল ফেসবুকের মেসেঞ্জারও। একমাত্র টুইটার কাজ করায় সেখানেই অসুবিধার কথা জানাতে থাকেন নেটিজেনরা। 


হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এই তিনটি বিপুল ব্যবহৃত অ্যাপই কাজ না করায় একপ্রকার মাথায় হাত পড়ে 'সোশ্যাল মিডিয়া ফ্রিক'দের। একই সঙ্গে ট্যুইটারে পোস্ট করতে থাকেন একাধিক মিম। কোনও মিমে দেখা যাচ্ছে মানুষরূপী ট্যুইটার সমবেদনা জানাচ্ছেন নেটিজেনদের।


 






কোনও মিম বলছে, হোয়াটসঅ্যাপকে বিদায়, টেলিগ্রামকে স্বাগত। 


 






কোনও কোনও মিম অবশ্য পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শও দিয়েছেন। 'হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক কাজ করছে না। নিজের পরিবারের সঙ্গে সময় কাটান এখন।' 


 






এক নেটিজেনের মন্তব্য়, ফেসবুক ও ইনস্টাগ্রামেরও উচিত ট্যুইটারে চলে আসা।


 






তিনটি বহু ব্যবহৃত অ্যাপ একসঙ্গে এতক্ষণ সময় ধরে অচল থাকার সুযোগে মজার ট্যুইট করা হয় ট্যুইটারের অফিসিয়াল হ্যান্ডল থেকেও। সেখান থেকে লেখা হয়, 'আক্ষরিক অর্থেই সক্কলকে স্বাগত।' সেই ট্যুইটে উত্তর আসতে থাকে একাধিক কোম্পানির অফিসিয়াল হ্য়ান্ডল থেকেও। 


 






এই সুযোগে ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতা সারেন বলি অভিনেতা কার্তিক আরিয়ানও। 


 






আজ যদিও, এই বিপত্তির জন্য ফেসবুকের তরফে রাউটার বিভ্রাটকে দায়ী করা হয়েছে। এই ঘটনার জন্য ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের সেবায় বিঘ্ন ঘটার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ফেসবুকেই বলেন যে বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফের ফিরে এসেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। মার্কের কথায়, "এই ব্যাঘাত ঘটায় আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি এই পরিষেবার ওপর বিপুল সংখ্যক ব্যক্তি নির্ভর করে থাকেন।" জানা গিয়েছে এই ঘটনার জন্য ফেসবুক প্রধান প্রায় ৭০ লক্ষ ডলার খুইয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী এই বিভ্রাটের ফলে ফেসবুকের স্টক কমে যাওয়ায় বিলিয়নিয়ারদের তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে। 


আরও পড়ুন: WhatsApp-Facebook: বিপর্যয়ের পর ফের চালু, ক্ষমা চাইল হোয়াটসঅ্যাপ-ফেসবুক