সুনীত হালদার, পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: হাওড়া ব্রিজে (Howrah Bridge) দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাওড়া জেলা হাসপাতালে (Howrah Zila Hospital)। এর জেরে হাওড়া ব্রিজ (Howrah Bridge) চত্বরে যানজট তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ভোগে নিত্যযাত্রীর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police)। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
দুমড়ে-মুচড়ে গেছে একটি বাসের সামনের অংশ! আরেকটি বাসও ক্ষতিগ্রস্ত। হাওড়া ব্রিজে (Howrah Bridge) দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ১০ জন যাত্রী। কেবিনে দীর্ঘক্ষণ আটকে পড়েন একটি বাসের চালক। বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে, দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে যানজট তৈরি হয়।
পুলিশ সূত্রে (Howrah) জানা গেছে, হাওড়ামুখী (Howrah) ২৪বি ও ধর্মতলাগামী (Dharmatala) ৫৯ নম্বর রুটের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। হাওড়ামুখী বাসের যাত্রীদের দাবি, খুব জোরে চালাচ্ছিলেন চালক। প্রচন্ড গতির কারণে দুর্ঘটনা।
যাত্রীদের বয়ান: আহত বাসযাত্রী খাদিজা বিবির কথায়, ছেলের কাছে আসছিলাম, আগেও ওভারটেক করেছে বাস। ব্রিজে (Howrah Bridge) ওঠার সময় আচমকা গতি বাড়ায়। তারপর উল্টোদিক থেকে আসা বাসে ধাক্কা মারে। ভৈরব পাল নামে আরও এক বাসযাত্রী বলছেন হাওড়া ব্রিজের উপর সাইড কাটাতে না কাটাতে ধাক্কা মারে।
হাওড়া জেলা (Howrah Zila) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৪বি রুটের বাসচালককে। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে, হাওড়া ব্রিজের একটি লেনে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল।
আরও পড়ুন: TMC: ক্ষমা না চাইলে ২ কোটির মানহানি মামলা, চাকরি দুর্নীতি মন্তব্যে লকেটকে হুঁশিয়ারি বেচারামের
ডিএলএফে বাস দুর্ঘটনা: সম্প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা ঘটে সল্টলেকে (Bus Accident)। ঘটনায় আহত হন এক মহিলা সহ-২ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদিগন্ত ট্রাফিক পুলিশ (Traffic Police )। স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেলে বেনফিস (Benfish) থেকে এস ডি এফ মোড়ের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট বাস। সেই সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে পরে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে।
ঘটনায় আহত হযন বাসের এক মহিলা যাত্রী। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়াও দুর্ঘটনা আহত হন এবং পড়ে বাসের মধ্যেই আটকে যায় বাসের চালক। ঘটনাস্থলে নবদিগন্ত ট্রাফিকের আধিকারিকরা এসে বাস চালককে উদ্ধার করে তাঁকেও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।