কলকাতা: ৮১ বছরের পুরনো এই ব্রিজকে কলকাতা ও হাওড়ার মধ্যে সবচেয়ে পুরনো এবং ব্যস্ততম যোগসূত্র বলে মনে করা হয়। রোজ সারাদিন এবং প্রায় সারা রাত লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে এই ব্রিজের ওপর দিয়ে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। তবে শনিবার কয়েক ঘণ্টার জন্য স্তদ্ধ হয়ে যাবে হাওড়া ব্রিজ। জানা যাচ্ছে, ব্রিজের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য শনিবার বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হবে হাওড়া ব্রিজ।
আজ, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৬ তারিখ শনিবার রাত ১১টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ব্রিজের সমস্ত যান চলাচল। ওই পাঁচ ঘণ্টা কোন পথে যাতায়াত করা যাবে, তা-ও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ। সেই সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত যানবাহন ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যেতে পারবে। আবার দক্ষিণ হাওড়া, পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে নিয়ে যাওয়া হবে।
এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারেরা। সেই সূত্রেই জানা যাচ্ছে, এর আগে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৮ সালে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। এরপর, ৪০ বছরের মধ্যে আর এই সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হয়নি। শেষবার সেতুর স্বাস্থ্যপরীক্ষা করেছিল RITES Ltd নামের একটি পাবলিক সেক্টর। হাওড়া ব্রিজকে বিশ্বের ব্যস্ততম সেতুগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। এত পুরনো এই সেতুর নির্মাণব্যবস্থা আজও মুগ্ধ করে দেশ বিদেশের মানুষকে।
রোজ প্রায় ১ লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে হাওড়া ব্রিজ দিয়ে। পায়ে হেঁটে রোজ এই ব্রিজ পারাপার করেন দেড় লাখেরও বেশি মানুষ। এই সেতুর একেবারে কাছে হাওড়া স্টেশন থাকাতেই এই সেতু এতটা ব্যস্ততম। হাওড়া ব্রিজ ছাড়া ভারতে আর কোনও বড় ব্রিজের এমন গায়ে রেল স্টেশন নেই। আর সেই কারণেই রোজ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। তবে শনিবার হাওড়া ব্রিজে দেখা যাবে নজিরবিহীন দৃশ্য। ৫ ঘণ্টার জন্য স্তদ্ধ হয়ে যাবে ভারতের ব্যস্ততম সেতু।
আরও পড়ুন: Tollywood News: আসছে শ্রাবন্তী, দিতিপ্রিয়া, অঙ্কুশ, ঐন্দ্রিলার একগুচ্ছ নতুন ছবি! আর কী কী চমক থাকছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।