হাওড়া: এবার হাওড়ায় (Howrah) ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস (Congress) বিধায়কের গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা! পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই নোটের বান্ডিল। আটক ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক, টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন। ‘আটক ৩ কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। গাড়িতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড।  কোথা থেকে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের। ‘ইডি কি শুধু ব্যক্তিবিশেষে তৎপর হয়?’ ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কটাক্ষ তৃণমূলের।


ঘটনা প্রকাশ্যে আসতেই ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত দিলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। এ প্রসঙ্গে দেবাংশুর মন্তব্য, ‘খুব ভুল না হলে টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন। বিজেপির নেতারা বলেছিলেন, মহারাষ্ট্রের পরেই টার্গেট রাজস্থান-ঝাড়খণ্ড। কে বলতে পারে কলকাতায় বসে ডিলিং হচ্ছিল না? প্রতিবেশী রাজ্যের সরকার ফেলার ডিলিং হচ্ছিল না, কে বলতে পারে?’


এত টাকার উত্স কী? কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলকাতায় বসে ঝাড়খণ্ড সরকার ফেলার বিজেপির ডিলিং হচ্ছিল না তো? পাঁচলাকাণ্ডে প্রশ্ন তৃণমূলের। দুর্নীতিতে ওরা সবাই এক, পাল্টা বিজেপি।


অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে উদ্ধার টাকার পাহাড়! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এই ঘটনা ঘিরে যখন রাজ্যজুড়ে শোরগোল, তখনই হাওড়ার পাঁচলায় টাকার গাড়ি সহ পুলিশের হাতে আটক ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। 



কোথা থেকে এল এত টাকা? উঠছে প্রশ্ন। কয়েক দিন আগেই নির্বাচিত হয়েছেন দেশের ১৫ তন রাষ্ট্রপতি। ফল ঘোষণা হতেই স্পষ্ট হয়ে গেছে যে, বিভিন্ন রাজ্য বিধানসভায় ব্যাপক ক্রস ভোটিং হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে। কংগ্রেসের সঙ্গে জোট করে ঝাড়খণ্ডে সরকার চালালেও, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আগেই ঘোষণা করেছিল, তারা রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে। 


কিন্তু অনুমান, তাদেরই জোটসঙ্গী কংগ্রেসের ৭ থেকে ১০ জন কংগ্রেসের বিধায়ক ক্রস ভোটিং করেছেন। ভোটের পর ঝাড়খণ্ডের এক বিজেপি সাংসদ ফলাও করে দাবি করেছেন, ক্রস ভোটিং হয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, এদিন উদ্ধার হওয়া টাকা কি ক্রস ভোটিংয়ের ভেট? এই বিধায়করা কি ক্রস ভোট দিয়েছিলেন? গোপন ব্যালটে ভোট হওয়ায় এই প্রশ্নের উত্তর প জানা অতা নিয়েও কিন্তু জল্পনা চলছে বিভিন্ন মহলে।  রাজনৈতিক মহলের প্রশ্ন, সেই ক্রস ভোটিংয়ের জন্য কি টাকা ছড়ানো হয়েছিল?