সুনীত হালদার, প্রকাশ সিনহা, হাওড়া :  একের পর এক  বর্বরতার ছবি রাজ্য জুড়ে। মালদার পর  এবার হাওড়া। ডোমজুড়ে চোর সন্দেহে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ উঠল। সামনে এল গা - শিউরে ওঠা ভিডিও।


হাওড়ায় পরিচারিকার গোটা পরিবারকে আটকে রেখে বেধড়ক মারধর করল ব্যবসায়ীর পরিবার। সেখানেই শেষ হয়,  চুলও কেটে নেওয়া হল।  ভাইরাল হয়েছে ভয়ঙ্কর সেই ভিডিও। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর পরিবারে  পরিচারিকার কাজ করতেন আক্রান্ত পরিবারের মেয়ে। দিনকয়েক আগে ওই তরুণী বিয়ে করে চলে যান।


পরিচারিকা ২০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন, এই অভিযোগ তুলে তরুণীর মা-বাবা ও  দাদাকে বাড়ি থেকে ডেকে পাঠায় তারা।  তাঁদের কারখানায় আটকে রেখে বেধড়ক মারধর করে ব্যবসায়ী পরিবার। তারপর কেটে দেওয়া হয় তাদের মাথার চুল। মোবাইল ক্যামেরায় ভিডিও পর্যন্ত করা হয় । বারবার অভিযোগ অস্বীকার করলেও তাদের ছাড়া হয়নি। আতঙ্কে - ভয়ে প্রায় ১০ কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন নির্যাতিতরা। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।  


মালদাতেও ভয়াবহ ছবি 


এই ছবি শুধু হাওড়ার নয়, ইদানীং কালে প্রতিদিনই জেলা জেলা থেকে উঠে আসছে নানারকম অত্যাচারের ছবি। মঙ্গলবারই এরকমই একটি ভয়াবহ ঘটনা ঘটে মালদায়। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে  কালিয়াচকে দম্পত্তিকে গলায় জুতোর মালা পরিয়ে হাঁটানো হয়। ঘটনায় এগারো জনকে গ্রেফতার করা হলেও কাটেনি আতঙ্কের ঘোর। সরকারি আইনজীবি দেবজ্যোতি পালের দাবি, এই মহিলা এবং পুরুষ দুজনে সম্পর্কে স্বামী-স্ত্রী। এক বছর আগে বিয়ে করেন তাঁরা। তবে এই বিবাহের আগে দুজনেরই আলাদা সংসার ছিল। বর্তমানে, এই ব্য়ক্তি ফেরিওয়ালার কাজ করেন ঝাড়খন্ডে। ১২ জুলাই কালিয়াচকে তাঁর বর্তমান স্ত্রীর কাছে আসেন তিনি। অভিযোগ, সেইদিনই সকালে এবং বিকেলে বসানো হয় সালিশি সভা। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি করেন এলাকার মাতব্বররা। ঘরে আটকে রেখে মারধর করা হয় তাদের। এখানেই শেষ নয়, অভিযোগ একবার নয় তিনবার সালিশি সভা বসানো হয় এই দম্পত্তির বিচারের জন্য়। ১৩ তারিখ সকালে ফের সালিশি সভায় নির্যাতন চলে তাঁদের ওপর। এমনকী তাঁরা অসুস্থ হয়ে পড়লেও তাদের চিকিৎসা না করিয়ে ফেলে রাখা হয় বলে দাবি, সরকারি আইনজীবির। এরপরই জুতোর মালা পরিয়ে হাঁটানো হয় তাঁদের।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।



আরও পড়ুন: Kolkata Market Price: টাস্ক ফোর্স বাজারে ঢুকতেই কমছে দাম, বেরোলেই চড়া আনাজ; অভিযোগ ক্রেতাদের