হাওড়া : হাওড়ায় নোটকাণ্ডে ধৃত ৩ কংগ্রেস বিধায়কের (Congress MLA) সিআইডি হেফাজত (CID Custody)। ৩ কংগ্রেস বিধায়ক-সহ ৫ জনের ১০ অগাস্ট পর্যন্ত সিআইডি হেফাজতের নির্দেশ হয়েছে। জামিনের আবেদন খারিজ করে দেয় হাওড়া আদালত।


এদিকে এই ঘটনা সামনে আসার পর কংগ্রেস অভিযোগ তুলেছে, ঝাড়খণ্ডে জোট সরকার ফেলার চক্রান্ত এটা। 'গুয়াহাটিতে হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাতের কথা বলেছিলেন ধৃত ৩ বিধায়ক। প্রত্যেক বিধায়ককে ১০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। অগ্রিম হিসেবে টাকা দেওয়া হয়, সেই টাকাই উদ্ধার হয়েছে।' এমনই অভিযোগ করেন ঝাড়খণ্ডের বার্মোর কংগ্রেস বিধায়ক জয়মঙ্গল সিংহ। এই মর্মে ঝাড়খণ্ডের আরগোরা থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস বিধায়ক। ঝাড়খণ্ড থেকে পাঁচলা থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেই অভিযোগপত্র। 


গাড়ির ডিকিতে মেলে বান্ডিল বান্ডিল নোট-


গতকাল বিকেল ৫টা নাগাদ খবর মেলে, ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো ৩টি SUV গাড়িতে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। সেই অনুযায়ী অভিযান চালায় পুলিশ। রাতে হাওড়ার রানিহাটি-পাঁচলা মোড়ে তল্লাশি চলাকালীন জামতাড়ার কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট। যন্ত্র এনে টাকা গোনা হয়। টাকার উৎস নিয়ে ৩ বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়।


আরও পড়ুন ; নোট-কাণ্ডে গ্রেফতার কংগ্রেসের ৩ বিধায়ক


পুলিশ সূত্রের খবর, বড়বাজারে শাড়ি কিনতে এসেছেন বলে দাবি করেন ৩ কংগ্রেস বিধায়ক। শাড়ি কিনতে বড়বাজারে এসে গুয়াহাটি কেন গেলেন ৩ কংগ্রেস বিধায়ক ? ৩ বিধায়কের থেকে পাওয়া ৪৯ লক্ষ টাকার উৎস কী ? টাকার উৎস নিয়ে সন্দেহ হয় পুলিশের। তাঁদের বয়ানে অসঙ্গতি মিলেছে বলে পুলিশ দাবি করে।এরপরই ৩ কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। তদন্তভার নেয় সিআইডি। গ্রেফতার করা হয় ৩ বিধায়কের ২ সঙ্গীকেও। প্রতারণা, ষড়যন্ত্র, দুর্নীতি দমন আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে বিতর্কের মুখে ৩ বিধায়ককে সাসপেন্ড করেছে কংগ্রেস।