হাওড়া : হাওড়ায় পরপর অশান্তির জের। সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরকে। কিছুক্ষণ আগেই নবান্নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও এটাকে রুটিন বদলি বলে দাবি করা হচ্ছে। কিন্তু, হাওড়ায় টানা অশান্তির প্রেক্ষাপটে এই রদবদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


কোথায় কার রদবদল ?


সি সুধাকরকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। এদিকে হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ কুমার ত্রিপাঠী।


সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন স্বাতী ভাঙ্গারিয়া।


কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়।


আরও পড়ুন ; সুকান্ত মজুমদারকে গ্রেফতারির প্রতিবাদ, অগ্নিমিত্রার নেতৃত্বে বিক্ষোভ লালবজারের সামনে; আঁচ জেলাতেও


পয়গম্বর বিতর্কে গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ হাওড়া। আজও পাঁচলায় দফায় দফায় উত্তেজনা চলে। অভিযোগ, প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা অভিযোগ ওঠে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়।


এদিকে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে ২ দিন ধরে তাণ্ডবের জেরে বাড়ানো হল ১৪৪ ধারার মেয়াদ। পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। পাশাপাশি, উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত জাতীয় সড়ক ও রেলপথেও ১৪৪ ধারা জারি করল রাজ্য প্রশাসন। ১৫ জুন পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।


আজ উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি পার্টি অফিস পরিদর্শন করেন সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। গতকাল বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পৌনে ১১টা নাগাদ পার্টি অফিসে আসেন দিলীপ ঘোষ। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ।