মুম্বই: মাদক কাণ্ডে (Mumbai Drug Case) আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারি। দীর্ঘ আইনি জটিলতার পর জামিন। আদালতের একাধিক নির্দেশ। অবশেষে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে আরিয়ানকে ক্লিনচিট। গোটা পর্বটায় একবারও মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা মুখ বন্ধ রেখেছিলেন। কোনও প্রতিক্রিয়া দেননি। সম্প্রতি এনসিবির (NCB) বিশেষ তদন্তকারী দলের প্রধান সঞ্জয় সিংহের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন, আরিয়ান থেকে শাহরুখ খানের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল।


আরিয়ান কাণ্ডের পর শাহরুখের বক্তব্য ভাইরাল-


গতবছর অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান খান। ক্রুজ কর্ডেলিয়া থেকে তাঁকে আটক ও পরে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ছবির শ্যুটিং স্থগিত রেখে ছেলের পাশে থাকেন কিং খান। বলিউডের বাদশার অনুরাগী ও  একাধিক বিরোধী দলের নেতাদের সেই সময়ে মত ছিল যে, শাহরুখ পুত্রের গ্রেফতারির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় সিংহ জানিয়েছেন যে, তিনি শাহরুখ খানের সঙ্গে কথা বলেন। তাঁর বক্তব্য অনুযায়ী কিং খান তাঁকে বলেছিলেন, 'আমাদের এমন চোখে দেখা হচ্ছিল, যেন আমরা বড় কোনও অপরাধী কিংবা দৈত্য। যারা সমাজকে ধ্বংস করছি। আমাদেরও প্রতিদিন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। কাজের জায়গায় অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।'


আরও পড়ুন - Justin Bieber: মুখের একদিক অবশ, ভাইরাস আক্রমণে পক্ষাঘাত জাস্টিন বিবারের


শাহরুখ খানের আগামী ছবি-


প্রসঙ্গত, শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জিরো' ছবিতে। সেটি মুক্তি পায় ২০১৮ সালে। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে একাধিক ছবি নিয়ে আসছেন কিং খান। আগামী বছর তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। দীপিকা পাড়ুকোনের বিপরীতে 'পাঠান', অ্যাটলির ছবি 'জওয়ান' এবং রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবিগুলি রয়েছে তাঁর হাতে। এছাড়াও সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে।