ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেনদু অধিকারী ও রুমা পাল, কলকাতা : রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্তি ছড়িয়েছে হাওড়া (Howrah Clash) থেকে উত্তর দিনাজপুরে। এই প্রেক্ষিতে শুক্রবার রাজ্য়পাল সি ভি আনন্দ বোসকে (Governor CV Ananda Bose) ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। এদিন রাজ্য়পালের সঙ্গে দেখা করেন রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবও। সূত্রের খবর, অশান্তি এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁদের কথা হয়।
শিবপুরে যেতে পারেন রাজ্যপাল
হাওড়ার শিবপুর থেকে উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির আঁচ। বাংলা ছাড়িয়ে পৌঁছেছে দিল্লি অবধি। সূূত্রের খবর, এই ঘটনা নিয়ে রাজ্য়পাল সি ভি আনন্দ বোস এবং রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে, এদিন রাজ্য়পালের সঙ্গে দেখা করতে যান স্বরাষ্ট্রসচিব ও রিজার্ভ ফোর্সের DC। সূত্রের খবর রাজ্য়পাল শিবপুর যেতে পারেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, 'আমার কাছে যা খবর আছে, তাতে রাজ্য়পাল শিবপুর যেতে পারেন'।
এদিনই অশান্তি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় টেনে আনলেন অমিত শাহর সঙ্গে এরাজ্য়ের বিজেপি সাংসদদের বৈঠক, তারপর শ্য়ামবাজারের ধর্নামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'সকালে মুখ্য়মন্ত্রী বলেছেন, প্রশাসনের তরফে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। যারা পরিকল্পনা নিয়েছে, দুদিন আগে টিভিতেও বলেছে, নজর রাখবেন। ২৯ তারিখ শ্য়ামবাজারের মঞ্চ থেকে কী বলেছিলেন। তার দুদিন আগে অমিত শাহর সঙ্গে মিটিং করে এসেছিল। পরের দিন কলকাতায় এলেন, পরের দিন শ্য়ামবাজার থেকে বললেন, কাল টিভিতে নজর রাখবেন।'
এদিকে, শুক্রবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। আমরা বারবার বলে দিয়েছিলাম, ওই রুটে যেন মিছিল না ঢোকে। তাও ক্রিমিনালরা বন্দুক, পেট্রোল বোমা, বুলডোজার সহ আরও নানারকম জিনিস নিয়ে ওরা ঢুকেছিল ইচ্ছে করে। যেখানে মাইনরিটিরা থাকে , সেখানে গিয়ে হামলা করেছে। ' এই অশান্তির ঘটনা ঘিরে জল আরও কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।
আরও পড়ুন- শুরু হচ্ছে দুয়ারে সরকার, মিলবে চারটি নতুন প্রকল্পের পরিষেবা