আমদাবাদ : আইপিএলের (IPL) অভিযান শুরু দিনই ধাক্কা গুজরাত শিবিরে। ফিল্ডিং করার সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন কেন উইলিয়ামসন (Kane Williamson Injury)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। প্রথমে বলটা ধরে নিলেও শরীর বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে বুঝে তা ভিতরে ছুড়ে দিয়ে নিচে নামার সময় ডান পায়ে আঘাত পেয়েছেন উইলিয়ামসন। শূন্য থেকে নিচে পড়ে ডান পায়ের হাঁটু ধরেই কার্যত শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। যারপর আর ফিল্ডিং করা তো দূরে থাক, ফিডিওদের প্রাথমিক সুশ্রুষার পর তাঁদের কাঁধে ভর করেই খুঁড়িয়ে যেতে দেখা গিয়েছে গুজরাতের এই টপ অর্ডারের ব্যাটারকে। 


কেন উইলিয়ামসনের পায়ের চোট ঠিক কতটা গুরুতর, সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে। স্ক্যান ও বাকি মেডিক্যাল রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে ঠিক কতটা বড় ধাক্কা আইপিএল অভিযান শুরুর দিনই খেল গতবারের চ্যাম্পিয়নরা। গুজরাত শিবিরেরে কোচ গ্যারি কার্স্টেন জানিয়েছেন, 'আঘাতের ধরণ খুব একটা ভাল ঠেকছে না। স্ক্যানের রিপোর্ট এলেই বোঝা যাবে, চোট কতটা গুরুতর।'  এবারের আইপিএলের আগে নিলামে দলের টপ অর্ডারকে শক্তিশালী করতেই কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে গুজরাত ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ছেড়ে দেওয়ার পরে নিলামের মঞ্চে ২ কোটি টাকায় উইলিয়ামসনকে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। ফিল্ডিং করার সময় তাঁকে বেশ চনমনেও লেগেছে। তবে ব্যাট হাতে উইলিয়ামসন কতটা নিজেকে মেলে ধরতে পারেন নজর ছিল সেদিকেই। যদিও আপাতত তা বিশ বাঁও জলে। চেন্নাইয়ের বিরুদ্ধে গুজরাত এই ম্যাচে উইলিয়ামসনের বিকল্প হিসেবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামায় সাই সুদর্শনকে।


আরও পড়ুন- বিধ্বংসী ৯২ রুতুরাজের, গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ধোনির দল তুলল ১৭৮/৭


এদিকে,  আশঙ্কাই সত্যি করে আইপিএল (IPL) থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আমদাবাদের ডানহাতি ফাস্ট বোলারের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ২০২১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সন্দীপের। ঘরোয়া ক্রিকেটে ভীষণ অভিজ্ঞ। খেলেছেন দুশোটির বেশি ম্যাচ। যার মধ্যে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৩৬২ উইকেট রয়েছে সন্দীপের ঝুলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেবেন তিনি।