সুনীত হালদার, হাওড়া : ফ্ল্যাট নিয়ে প্রোমোটারের সঙ্গে বিবাদের জের, ঘরেই তালাবন্দি শিশু! হাওড়ার (Howrah) ডোমজুড়ে ফ্ল্যাট নিয়ে বিবাদে তালাবন্দি করে রাখা হল শিশুকে!অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে পুলিশ (Police)। প্রোমোটারের বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম শিশুকে আটকে রাখার অভিযোগ উঠেছে। ঘরের তালা ভেঙে শিশুকে উদ্ধারের পর প্রোমোটারের এক সঙ্গী গ্রেফতারও করা হয়েছে।


ঠিক কী ঘটেছে


ফ্ল্যাটের দখল নিয়ে বিবাদের জেরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এক প্রতিবন্ধী শিশুকে । ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত ফোকোরদোকান এলাকায় । পরে ডোমজুড় থানার পুলিশ (Domjur Police Station) খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে । দরজা ভেঙ্গে উদ্ধার করে ওই শিশুকে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । 


পুলিশ কী জানাচ্ছে


পুলিশ সূত্রে খবর, বছর পাঁচেক আগে ডোমজুড়ের কাছারিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় প্রামাণিক এবং অন্য একজন শরিক তাঁদের জমিতে স্থানীয় এক প্রোমোটারকে আবাসন তৈরির অনুমতি দেন। চুক্তি অনুযায়ী উভয়ের মধ্যে ফ্ল্যাট বন্টনও হয়ে যায় । তবে পরবর্তী সময়ে ওই প্রোমোটার নিয়ম বহির্ভূতভাবে আরও একটি তল নির্মাণ করায় বিবাদ বাধে জমির মালিক ধনঞ্জয় প্রামাণিকের সঙ্গে ।


মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ধনঞ্জয় প্রামাণিকের স্ত্রী যখন স্কুল ফেরত মেয়েকে নিতে আবাসনের নিচে আসেন তখন তাঁর বিশেষভাবে সক্ষম ছেলেকে প্রোমোটারের ঘনিষ্ঠ সিন্টু মন্ডল ঘরের মধ্যে তালা বন্ধ করে দেয় বলে অভিযোগ। ধনঞ্জয় প্রামাণিকের স্ত্রী মামনি প্রামাণিক ঘরে ফিরে  দেখেন তাদের ঘর তালা বন্ধ । তার নজরে আসে তিন তলার বারান্দায় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে তাঁদের ছেলে ।


খবর দেওয়া হয় ডোমজুড় থানা। ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ । প্রায় ঘন্টা ৩ বাদে মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধনঞ্জয়বাবু । পুলিশ সিন্টু মন্ডল নামে এক ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করেছে। এই ঘটনায় আতঙ্কিত ধনঞ্জয়বাবু এবং তার পরিবার। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।


আরও পড়ুন- পারিবারিক বিবাদের জেরে শিশুকে অপহরণ করে খুন, অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন, রণক্ষেত্র শান্তিনিকেতন