সুনীত হালদার, সাকরাইল: ডাকাতি (Decoity) করে খুনের চেষ্টা (Murder Attempt)। আজ বিকালে ঘটনাটি ঘটে হাওড়ার (Howrah) সাকরাইলের (Sankrail) চুনাভাটি এলাকায়। টুম্পা নস্কর নামে বছর তেইশের এর এক গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। সেই সময় দু'জন জলখাবার নাম করে ঘরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে নগদ টাকা এবং গয়না লুট করে। যাওয়ার আগে ওই দু'জন দুষ্কৃতী মহিলার পেটে লোহার রড ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতাল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।
জানা গেছে, এদিন বিকেলে দুজন এসে ওই মহিলার কাছে জল চায়। গৃহবধূ জল আনতে বাড়িতে ঢুকলে তাঁর পিছনে দুষ্কৃতীরাও ঢুকে পড়ে। এরপর স্বমূর্তি ধারণ করে লুঠপাঠ চালাতে শুরু করে। মহিলাকে ভয় দেখাতে তাঁকে অস্ত্র দেখানো হয় বলে অভিযোগ। । গলায় ছুরি ধরে তাঁর, হাত-পা বেঁধে ফেলা হয়।এরপর লুঠপাঠ চালিয়ে যাওয়ার আগে গৃহবধূর পেটে লোহার রড ঢুকিয়ে দেয়। এরফলে জখম হন ওই গৃহবধূ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, গভীর রাতে মালদার সুজাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করলো মালদার কালিয়াচক থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ওয়ান শাটার সহ ১০ রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো হাঁসুয়া ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কারিমুল্লা সেখ,মুজাফ্ফার রহমান,কাসেদ আলি, বাবলু সেখ ও আশিক সেখ,কারিমুল্লা, মুজাফ্ফার, কাসেদ। কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকার বাসিন্দা, আশিক সেখ সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা ও বাবলু সেখ বৈষ্ণবনগর থানা এলাকার ১৮মাইলের খেজুরিয়া গ্রামের বাসিন্দা।ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে সুজাপুরে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল।গোপন সুত্রে খবর পেয়ে তাদের ডেরায় হানা দেয় পুলিশ । সেখান থেকে ওই পাঁচজনই ধরা পড়ে যায়।তাদের তল্লাশি চালানোর সময় পুলিশ তাদের কাছ থেকে তিনটি ওয়ান শাটার সহ ১০ রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করে।পুলিশ ওই ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।