কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকালেন কে এল রাহুল। পাল্টা শতরান পূরণ করলেন ডিন এলগার। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের থেকে ১১ রানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। রঞ্জিতে বাংলার অধিনায়ক মনোজি তিওয়ারি। এক নজরে দিনের সেরা খেলার খবরগুলো - 


রাহুলের দুরন্ত শতরান


একার লড়াই। বছর দুই আগে সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ফের একবার যখন গোটা দল ব্যাট হাতে ব্যর্থ হল, তখন জ্বলে উঠলেন কেএল রাহুল (KL Rahul)। ছক্কা মেরে হাঁকালেন সেঞ্চুরি। বছর দুই আগে এই সেঞ্চুরিয়ানেই ১২৩ রানের ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। সেই ধারা অব্যাহত রইল। ১৩৩ বলে নিজের টেস্ট কেরিয়ারের অষ্টম শতরান হাঁকালেন রাহুল।


১১ রানে এগিয়ে প্রোটিয়ারা


শেষবেলায় কিছুটা রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করল ভারত (Indian Cricket Team)। কিন্তু তবুও প্রথম ইনিংসে ভারতের থেকে ১১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। হাতে এখনও রয়েছে তাদের পাঁচ উইকেট। এই পরিস্থিতিতে তৃতীয় দিনে যত তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে (South Africa) অল আউট করতে পারবেন বুমরা, সিরাজরা ততই ভাল ভারতের জন্য। তবে এই সম্ভাবনায় জল ঢেলে দিতে পারেন ডিল এলগার নামক এক ব্যক্তি। যিনি দিনের শেষে ১৪০ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মার্কো ইয়েনসেন। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২৫৬/৫ বোর্ডে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।


হার্দিকের ফিটনেস আপডেট


শেষবেলায় কিছুটা রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করল ভারত (Indian Cricket Team)। কিন্তু তবুও প্রথম ইনিংসে ভারতের থেকে ১১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। হাতে এখনও রয়েছে তাদের পাঁচ উইকেট। এই পরিস্থিতিতে তৃতীয় দিনে যত তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে (South Africa) অল আউট করতে পারবেন বুমরা, সিরাজরা ততই ভাল ভারতের জন্য। তবে এই সম্ভাবনায় জল ঢেলে দিতে পারেন ডিল এলগার নামক এক ব্যক্তি। যিনি দিনের শেষে ১৪০ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মার্কো ইয়েনসেন। 


বাংলার নেতৃত্বে মনোজ


 গত মরশুমে লাল বলের ক্রিকেটে তিনিই ছিলেন বাংলার অধিনায়ক। সাধ ছিল, অধিনায়ক হিসাবে রঞ্জি ট্রফি জিতে ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু স্বপ্নপূরণ হয়নি মনোজ তিওয়ারির। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলেও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে যায় বাংলা। পরে অবসরের সিদ্ধান্তও নিয়ে ফেলেন মনোজ। যদিও সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে পাশে বসিয়ে ঘোষণা করেন, আর এক মরশুম বাংলার হয়ে খেলবেন তিনি।