সুনীত হালদার, হাওড়া: কোথাও অ্যাম্বুলেন্স থেকে নামছেন রোগী, পাশে পরিজনরা। কোথাও আবার হাসপাতালের এমার্জেন্সির গেটের সামনে অপেক্ষা করছেন রোগীর আত্মীয়রা। সেই সময়ই আচমকা ভেঙে পড়ল কার্নিশ। মুহূর্তের এই ঘটনায় সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সকলেই। সম্বিত ফিরে পেতেই চাঞ্চল্য ছড়ায়। 


ঘটনাটি ঘটেছে হাওড়া জেলা হাসপাতালে এমার্জেন্সির সামনে। সেখানে  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের বড় চাঙর। বুধবার সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটে। তবে বরাতজোরে সেই সময় ওখানে কেউ না থাকায় এই ঘটনায় কেউ আহত হয়নি। রোগীর আত্মীয়দের নজরে আসতেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


গত এক মাস ধরে হাওড়া জেলা হাসপাতালে পূর্ত দফতর থেকে মেরামতির কাজ চলছে। কিন্তু জাল দিয়ে ঘেরা ছিল না। এমার্জেন্সি গেটের সামনে যেখানে চাঙর ভেঙে পড়েছে সেখানে অ্যাম্বুলেন্স থেকে রোগীদের নামানো হয়। ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। এমনটাই মনে করছেন রোগীর আত্মীয়রা। 


আরও পড়ুন, মিনিবাসের ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া! অফিস টাইমে চলন্ত বাসে আগুন আতঙ্ক


তবে এই ঘটনার পর হাসপাতালের মূল গেটের দরজা বন্ধ করে দেওয়া হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন রোগীর চিকিৎসা বন্ধ না করে হাসপাতালে মেরামতির কাজ চলছে। এ ব্যাপারে তিনি পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি লিখেছেন। কাজের সময় দুর্ঘটনা এড়াতে যাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারে তিনি তাদের বলেছেন, এমনটাই জানান হয়েছে। 


উল্লেখ্য, এ বছরের শুরু দিকে সংবাদ শিরোনামে এসেছিল উলুবেড়িয়া হাসপাতাল। এই হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে আগুন লাগার খবরে হইচই পড়ে গিয়েছিল।  সেসময় সেখানে ৩ রোগীর ডায়ালিসিস চলছিল। হঠাৎ-ই এসি মেশিন ফেটে গিয়ে আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় পুরো ডায়ালিসিস ওয়ার্ড। রোগীদের বের করে নিয়ে আসেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।                                                                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে