রবিবার থেকে পাঁচ দিনের জন্য হাওড়া থেকে একটি গুরুত্বপূর্ণ শাখায় বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন। সেই সঙ্গে নিয়ন্ত্রণ করা জন্য একটি লোকাল ট্রেন। পূর্ব রেলওয়ের তরফে গুরুত্বপূর্ণ এই বিজ্ঞাপ্তি জারি করা হয়েছে। রেলওয়ে সূত্রে খবর, দিনেরবেলা ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় দুটি স্টেশনের মধ্যে ৩ ঘন্টার ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এই জন্য টানা ৫ দিন লাইনে রেল পরিষেবা আংশিক সময়ের জন্য নিয়ন্ত্রিত হতে পারে।
হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম এবং অম্বিকা কালনা স্টেশনের মধ্যে, ডাউন ব্যান্ডেল-আজিমগঞ্জ-কাটোয়া লাইনে, রবিবার থেকে ৫ দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর , বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন ৩ ঘন্টার ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এর ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে কতকগুলি ব্যবস্থা নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। বাতিল ও নিয়ন্ত্রণ করা হচ্ছে যে যে ট্রেনগুলি -
- ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ নম্বরের লোকাল ও কাটোয়া থেকে ৩৭৭৪৮ লোকাল ট্রেনটি ।
- অন্যদিকে ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর তারিখে ৩৭৯২৪ কাটোয়া হাওড়া লোকালটি কাটোয়া ও ধাত্রীগ্রামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
রেলওয়ে জানিয়েছে, স্পেশাল বা দেরিতে চলা ট্রেন এবং পরবর্তীকালে যে কোনও নতুন চালু হওয়া ট্রেন/পার্সেল ট্রেন/টিওডি, যদি থাকে, ব্লক চলাকালীন পথ মধ্যে যথাযথভাবে নিয়ন্ত্রণ/পথ পরিবর্তন করা হবে। এই সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার জন্য অনুরোধ করেছে পূর্ব রেলওয়ে।
এই লাইন ব্যবহার করেন প্রতিদিন হাজার হাজার মানুষ। কাজের প্রয়োজনে বহু মানুষকে হাওড়া আসতে হয়। তাছাড়া সামনেই পুজো। পুজোর বাজার করতেও লোকাল ট্রেনে যথেষ্ট ভিড়। এই পরিস্থিতিতে ৫ দিন এক জোড়া লোকাল ট্রেন বাতিল নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলবে নিত্যযাত্রীদের কপালে।